TRENDING:

Local News: সকাল কিংবা বিকাল, বস্তা হাতে রোজ ওরা কারা হাঁটছে রায়দিঘিতে!

Last Updated:

প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে রাস্তায় নেমেছেন এঁরা। বস্তা নিয়ে ঘুরে ঘুরে প্লাস্টিক সংগ্রহ করেন। শুধু প্লাস্টিক সংগ্রহ নয়, সেগুলিকে নষ্ট করার ব্যবস্থাও করা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: কখনও সকালে আবার কখনও বিকালে বস্তা হাতে নিয়ে রায়দিঘিতে ঘুরতে দেখা যাচ্ছে একদল যুবককে। কী তাদের উদ্যেশ্য জানতে চান অনেকেই‌। আসুন সেটাই আপনাদের সামনে তুলে ধরা যাক।
বস্তা হাতে যুবকরা
বস্তা হাতে যুবকরা
advertisement

আরও পড়ুন: ভোট ঘোষণা হয়ে যাওয়ায় দরকারি এই পরিষেবা শুরু করা গেল না…

প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে রাস্তায় নেমেছেন এঁরা। বস্তা নিয়ে ঘুরে ঘুরে প্লাস্টিক সংগ্রহ করেন। শুধু প্লাস্টিক সংগ্রহ নয়, সেগুলিকে নষ্ট করার ব্যবস্থাও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রায়দিঘি মিস্ত্রি পাড়ায়। স্থানীয় যুবকদের এই প্রচেষ্টা নজর কেড়েছে সকলের। প্রায় ৭৫ টি পরিবারের কাছ থেকে এই প্লাস্টিক সংগ্রহ করা হচ্ছে। এই কাজে সহযোগিতা করছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় ৫০ কেজির মত প্লাস্টিক একসঙ্গে সংগ্রহ করা হচ্ছে। এই বিপুল পরিমাণ প্লাস্টিক এতদিন পরিবেশে বর্জ্য পদার্থ হিসাবে ফেলে দেওয়া হত।

advertisement

তবে এবার সেগুলিকে সংগ্রহ করে নষ্ট করে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে এই প্লাস্টিকগুলিকে পুনঃব্যববহারযোগ্য করা যায় কিনা সেটাই দেখা হচ্ছে। এছাড়াও শক্ত প্লাস্টিকগুলি থেকে ফুলদানি সহ অন্যান্য শৌখিন জিনিসপত্র তৈরি করা যায় কিনা সেই দিকটি দেখা হচ্ছে।

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই নিয়ে স্থানীয় এক সমাজসেবী সুদীপ মণ্ডল জানান, বর্তমানে পরিবেশের মৃত্যুদূত হয়ে দেখা দিয়েছে প্লাস্টিক। বিশেষ করে সুন্দরবন এলাকায় প্লাস্টিক জাতীয় বর্জ্য পরিবেশে ব্যাপক প্রভাব ফেলছে। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটি বাড়ি থেকে প্লাস্টিক জাতীয় বর্জ্য সংগ্রহ করবেন।

advertisement

প্রাথমিকভাবে ঠিক হয় প্রতি বাড়ি থেকে গড়ে ১ কেজি করে বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে। এই কাজে প্রায় ৭৫ টি পরিবার সহযোগিতা করছে বলে জানা গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: সকাল কিংবা বিকাল, বস্তা হাতে রোজ ওরা কারা হাঁটছে রায়দিঘিতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল