TRENDING:

Local News: আদালতের কালো কোটের আড়ালে লুকিয়ে বিস্ময় প্রতিভা!

Last Updated:

হাজারো ব্যস্ততার মাঝে নিজের স্বপ্নকে পূরণ করবার অক্লান্ত পরিশ্রম করে চলেছিলেন সুরজিৎবাবু। সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা নিজের কাজ করবার পরেও ভালোবাসার পেছনে সময় দিচ্ছেন এই আইনজীবী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: কর্মব্যস্তময় জীবন সকলের। নিজের নিজের কাজে ব্যস্ত রয়েছে। কেউ সরকারি কর্মচারি, কেউ বেসরকারি সমস্যায় চাকরি করেন অথবা কেউ দিন আনি দিন খাই-এর মত ব্যাপার। আবার কেউবা আদালতে পেশাগত আইনজীবী। সকাল থেকে রাত্রি অবধি বিভিন্ন কেস নিয়ে নিজেদের ব্যস্ত রাখেন আইনজীবীরা। তবে পেশায় আইনজীবী হলেও নিজের কর্মব্যস্তময় জীবনের মাঝেও তাঁর যে প্রতিভা তা আর পাঁচজন দেখলে কপালে হাত দেবেন।
advertisement

আরও পড়ুন: উপেক্ষিত নারী স্বাধীনতা সংগ্রামীদের কথা ফুটে উঠল মণ্ডপে

পেশায় আইনজীবী বীরভূমের রামপুরহাটের বাসিন্দা সুরজিৎ সিনহা। সকাল থেকে রাত্রি পর্যন্ত আইন সংক্রান্ত বিভিন্ন বই নিয়ে তাঁর দিন কেটে যায়। এছাড়াও আদালতে মামলা লড়তে হয়। তবে এত ব্যস্ততার মাঝেও তাঁর ছোটবেলার ভালোবাসা এবং প্রতিভার কথা জানলে চোখ কপালে উঠবে। ছোট থেকে ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল সুরজিতের।

advertisement

ছবি আঁকার বিষয়ে বরাবর প্রশ্রয় পেয়ে এসেছিলেন মায়ের। তবে এক জীবনে চাইলেই কি সবকিছু পেয়ে ওঠা সম্ভব! হয়ত নয়, আর তাই আজ প্রতিষ্ঠিত আইনজীবী হওয়া সত্ত্বেও তাঁর ছোটবেলার ছবি আঁকার প্রতি যে ঝোঁক সেই ঝোঁককে পূরণ করতে পারেননি তিনি। তবে হাজারো ব্যস্ততার মাঝে নিজের স্বপ্নকে পূরণ করবার অক্লান্ত পরিশ্রম করে চলেছিলেন সুরজিৎবাবু। সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা নিজের কাজ করবার পরেও ভালোবাসার পেছনে সময় দিচ্ছেন এই আইনজীবী।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বীরভূমের রামপুরহাটের কামারপট্টি মোড় থেকে কিছুটা দূরেই বাড়ি আইনজীবী সুরজিৎ সিনহার।ছবি আঁকার পাশাপাশি তিনি তাঁর বাড়িতে বিভিন্ন সিমেন্ট, পাথর, বালি দিয়ে বিভিন্ন কারুকার্যময় মূর্তি তৈরি করেছেন। এক কথায় বাড়ির রূপসজ্জা নিজের হাতেই করছেন তিনি। তাঁর এই প্রতিভা দেখে বাহবা জানাচ্ছেন স্থানীয়রা থেকে শুরু করে শিল্পপ্রেমী মানুষজন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: আদালতের কালো কোটের আড়ালে লুকিয়ে বিস্ময় প্রতিভা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল