আরও পড়ুন: জলদাপাড়ায় এলেই গন্ডারের দেখা নিশ্চিত! পড়ে পাওয়া সুযোগ চেটেপুটে উপভোগ করছেন পর্যটকরা
প্রতিদিন খাবার পেয়ে হনুমানেরাও দাঁতনের দেবকুমারবাবুর রীতিমত ভক্ত হয়ে উঠেছে। তাঁর হাত থেকে খাবার কেড়ে খায় হনুমানেরা, এমনকি নির্ভয়ে কোলেও উঠে পড়ে। এলাকা ঘুরে প্রতিদিন হনুমানদের খাওয়ানোই নেশা এই নিঃসঙ্গ ব্যক্তির। দাঁতন-১ ব্লকের সরাইবাজার এলাকার বাসিন্দা দেবকুমার দত্ত। ছিপছিপে চেহারা। দেহে তেমন শক্তি-সামর্থ্য না থাকলেও মনের জোর অদম্য। তিনি পেশায় আইসক্রিম বিক্রেতা। ঠেলাগাড়িতে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করেন।
advertisement
প্রতিদিন নিয়ম করে হনুমানদের বিস্কুট, ছোলা, কলা, মুড়ি, ডালভাজা খাওয়ান। এক একদিন এক একরকম মেনু। প্রতিদিন হনুমানকে খাওয়াতে তার খরচ হয় প্রায় একশো টাকা কখনও বা তারও বেশি। ব্যবসার লভ্যাংশ থেকেই চলে এই হনুমান সেবা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দেবকুমারবাবুর আপন বলতে কেউ নেই, এই হনুমানরাই তাঁর প্রিয়জন। ছোটবেলার বাবা-মা মারা গিয়েছিল, নিজে বিয়ে করেননি। অন্যের বাড়িতে থাকেন। সেই পরিবারের বৃদ্ধ-বৃদ্ধাদের দেখভাল করেন। এই করেই জীবন কাটছে তাঁর। সঙ্গে জীব সেবা। জীবসেবার মধ্য দিয়েই যেন তাঁর ঈশ্বর সেবা হচ্ছে।
রঞ্জন চন্দ