হঠাৎ তাঁর পুত্র জানতে পারেন সরকারি খাতায় তার পিতা মৃত। যা দেখে রীতিমত চোখ কপালে ওঠে সিংহ রায় পরিবারের। প্রসঙ্গত কোভিড পরিস্থিতিতে কার্তিক বাবুর দাদা নিমাই চন্দ্র সিংহ রায় মারা গিয়েছিলেন সেই সময় নিমাই বাবুর পরিবারের তরফ থেকে কার্তিক চন্দ্র সিংহের নামে মৃত শংসাপত্র বের করার অভিযোগ ওঠে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
কার্তিক বাবুর পরিবারের দাবি বর্তমান পরিস্থিতিতে বেশকিছু পৈত্রিক সম্পত্তি বিক্রি করার সময় দেখা যায় কার্তিক বাবু ও তার দাদা নিমাই বাবু দুজনেই সরকারি খাতায় মৃত। সেই জায়গায় দাঁড়িয়ে কার্তিক বাবুর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে ভুয়ো শংসাপত্র দেখিয়ে তাদের পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আদতে কার্তিক চন্দ্র সিংহ রায় এখনও পর্যন্ত জীবিত অবস্থাতেই রয়েছেন ইতিমধ্যেই এমন চোখ কপালে তোলা ঘটনা নিয়েই স্থানীয় বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। এই বিষয় নিয়ে কাউগাছি এক পঞ্চায়েতের উপপ্রধান জানান, জীবিত ব্যক্তির মৃত শংসাপত্র আমাদের পঞ্চায়েত দেয়নি। কোথা থেকে এই শংসাপত্র এসেছে সেই দায় আমাদের নয়। তবে বিষয়টি নজরে রাখা হবে।
শুভজিৎ সরকার