দুর্গাপুজোয় এবার ষষ্ঠী থেকে দশমীতে প্রায় ৩৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। সেখানে কালীপুজোর একদিনেই মদ বিক্রির পরিমাণ জানলে রীতিমতো চোখ কপালে উঠবে! কালীপুজোর দিনই প্রায় ৮ কোটি টাকার মদ বিক্রি পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।
কালীপুজোর দিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে কাঁথি, হলদিয়া থেকে দিঘা, মন্দারমনি থেকে কোলাঘাট, মিলিয়ে সর্বত্র ২৮৮টি দোকান খোলা ছিল। আর সেখান থেকেই এত পরিমাণ মদ বিক্রি হয়েছে।
advertisement
আরও পড়ুন- ছেলেমেয়ের মোবাইল ছাড়া এক মুহূর্ত চলে না? এখানে গিয়ে দেখুন কত বড় সর্বনাশ হচ্ছে
কালীপুজোর রাতে পূর্ব মেদিনীপুর জেলায় দেশি মদ বিক্রির পরিমাণ প্রায় ৭৪,৫৩৭ ব্যারেল লিটার। বিদেশি মদ বিক্রির পরিমাণ ৫০,৯০১ ব্যারেল লিটার। এছাড়া কালীপুজোর দিন বিয়ার বিক্রির পরিমাণ প্রায় ৪৯,o১১ ব্যারেল লিটার। সব মিলিয়ে কালীপুজোর দিন মদ বিক্রি হয়েছে, প্রায় ৭ কোটি ৭৭ লক্ষ ৯১ হাজার ৮৪ টাকার টাকা।
এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার আবগারি আধিকারিক মণীশ শর্মা জানিয়েছেন, ” পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে কালীপুজোর দিন ২৮৮ টি মদ দোকান খোলা ছিল। এখানে সব মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার মদ কেনাবেচা হয়েছে। চলতি অক্টোবর মাসের ১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলায় ১০৪ কোটি ৪ লক্ষ ৭২ হাজার ৭০৯ টাকার মদ বিক্রি হয়েছে। কালীপুজোর আবহে এই মদ বিক্রির পরিমাণ আরও বাড়বে। চলতি অর্থবছরে ১৮০০ কোটি টাকার মদ বিক্রির লক্ষ্য মাত্রা রাখা হয়েছে জেলাজুড়ে।”
আবগারি দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা যয় পূর্ব মেদিনীপুর জেলায় অর্থবছরে বছরে এ পর্যন্ত ১০০০ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে। প্রসঙ্গত প্রতি উৎসব আবহে পূর্ব মেদিনীপুর জেলা মদ বিক্রিতে রাজ্যের প্রথম সারিতে। কালীপুজোতেও সেই ট্রেন্ড বজায় রইল। বিভিন্ন উৎসব আবহে দেখা যায় দেশি মদের বিক্রি অনেকটাই বেশি, তবে কালীপুজোর আনন্দ উচ্ছ্বাসে দেশী মদ রীতিমতো টেক্কা দিল বিদেশী মদকে!