TRENDING:

Lightning Death: জেলায় জেলায় তুমুল ঝড়-বৃষ্টি! বজ্রাঘাতে ৩ নাবালিকার মৃত্যু রাজ্যে! বাঁকুড়ায় জখম ১৪

Last Updated:

Lightning Death: প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। এরইমধ্যে রাজ্যের দুই জেলায় বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে রবিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আরামবাগ: রবিবারের ছুটির দিন মর্মান্তিক মৃত্যু ঘটল দুই নাবালিকার। বজ্রপাতে মৃত্যু হল দুই তুতো বোনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি এলাকায়। ঘটনার জেরে গোটা গ্রামের লোকজন শোকস্তব্ধ।
বজ্রাঘাতে ৩ নাবালিকার মৃত্যু
বজ্রাঘাতে ৩ নাবালিকার মৃত্যু
advertisement

জানা গিয়েছে, রবিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ঝড়-বৃষ্টিচলাকালীন আচমকা বজ্রাঘাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃত দুই বোনের নাম রণিতা পন্ডিত (৫) ও মৌমিতা পরামানিক(১২)। এরা সম্পর্কে তুতো বোন। মৌমিতা মামার বাড়িতেই থাকত। সেখানেই পড়াশোনা করত। পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল সে। এদিন বিকালে দুই বোন স্থানীয় মাঠে গরু আনতে গিয়েছিল। তখন আকাশে কালো মেঘ ঘনিয়ে আসে। ঘন ঘন বিদ্যুৎ চমাকাচ্ছিল। বজ্রপাত হচ্ছিল সমানে। আর তাতেই অকালে মৃত্যু ঘটে গেল দুই বোনের। আকস্মিক এই মৃত্যুর ঘটনার জেরে গোটা এলাকার মানুষ হতবাক। খবর পেয়ে এলাকায় আসে আরামবাগ থানার পুলিশ। দুই বোনের নিথর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পুলিশ। (Lightning Death)

advertisement

আরও পড়ুন: একদিনে রাজ্যে করোনা আক্রান্ত সাড়ে তিনশোর বেশি! শীর্ষে কোন জেলা?

এদিন প্রায় সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। এরইমধ্যে রাজ্যের আরও এক জেলায় বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে রবিবার। বাঁকুড়ায় ঝড় বৃষ্টির সময় বজ্রাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনটি পৃথক জায়গায় বজ্রপাতে আহত হন ১৪ জন। জেলার তিনটি জায়গায় বাজ পড়ে গুরুতর জখম হন তাঁরা। এদের মধ্যে ২ জনকে ইতিমধ্যেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল ও ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।

advertisement

আরও পড়ুন: অগ্নিপথ-এর আগুনে ঘি-ঢালছে BJP নেতাদের আলটপকা মন্তব্য? ট্যুইটে সরব কেজরিওয়াল

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকালে বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের মলিয়ান গ্রামে বাড়ির সামনে খেলা করছিল বছর ১৩ র কিশোরী মানসী মণ্ডল। আচমকাই বৃষ্টির সঙ্গে বাজ পড়লে গুরুতর জখম হয় মানসী। তড়িঘড়ি তাকে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে এদিন বিকালে বৃষ্টির সময় সোনামুখি ব্লকের পলাশডাঙ্গা স্কুল মোড়ের কাছে একটি বাসযাত্রী প্রতিক্ষালয়ে আশ্রয় নেন স্থানীয় কিছু মানুষ। সেই সময় আচমকা বাজ পড়লে এক মহিলা সহ দশ জনেরও বেশি আহত হন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। পরে একজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে ইন্দপুর ব্লকের গৌরবাজার অঞ্চলের বাউরিশোল প্রাথমিক বিদ্যালয় বাজ পড়ে বেশ কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। সব মিলিয়ে বজ্রপাতে জেলা জুড়ে আহতর সংখ্যা ১৪ বলে জানা গেছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lightning Death: জেলায় জেলায় তুমুল ঝড়-বৃষ্টি! বজ্রাঘাতে ৩ নাবালিকার মৃত্যু রাজ্যে! বাঁকুড়ায় জখম ১৪
Open in App
হোম
খবর
ফটো
লোকাল