উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার সন্দেশখালির মনিপুর গ্রাম পঞ্চায়েতের জয়গোপালপুরের বাসিন্দা গৌরচন্দ্র মণ্ডল (৪৮) মাঠে কাজ করছিলেন। বাজ পড়ে তিনি মারা যান। অপরদিকে হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রমাপুরের বাসিন্দা সোনিয়া বিবি (২৪) ঘরে বসে ছিলেন। বাজ পড়ে তিনি আহত হন।
আরও পড়ুন: ‘বাগানিয়ার বাজার’ চা বাগানের মহিলাদের মাথা তুলে দাঁড়ানোর লড়াইয়ের ফসল
advertisement
এদিন বৃষ্টির মাঝে হঠাৎ বাজ পড়ে আহত হন দু’জনেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির জয় গোপালপুর এলাকার বাসিন্দা গৌরচন্দ্র মণ্ডল রোজকার মত এদিন মাঠে কাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ বাজ পড়ে গুরুতর আহত হন। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে খুলনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে বাড়িতে বসে থাকা অবস্থায় হঠাৎই বজ্রপাতে গুরুতর আহত হন রামাপুরের বাসিন্দা সোনিয়া বিবি। বজ্রাঘাতে এভাবে সুন্দরবন এলাকায় দুটি পৃথক ঘটনায় দুজনের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে।
জুলফিকার মোল্যা