TRENDING:

Lightning Death: বাজ পড়ে ফের কৃষকের মৃত্যু, সুন্দরবনে ভয়াবহ ঘটনা!

Last Updated:

Lightning Death: সুন্দরবন এলাকার সন্দেশখালির মনিপুর গ্রাম পঞ্চায়েতের জয়গোপালপুরের বাসিন্দা গৌরচন্দ্র মণ্ডল (৪৮) মাঠে কাজ করছিলেন। বাজ পড়ে তিনি মারা যান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: বর্ষা শুরু হতেই চলতি বছর যেন বজ্রপাতে কৃষকদের মৃত্যু মিছিল শুরু হয়েছে। ফের মাঠে কৃষিকাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল এক কৃষকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সন্দেশখালিতে। এদিকে বাজ পড়ে গুরুতর জখম হয়েছেন হিঙ্গলগঞ্জের এক মহিলা।
advertisement

উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবন এলাকার সন্দেশখালির মনিপুর গ্রাম পঞ্চায়েতের জয়গোপালপুরের বাসিন্দা গৌরচন্দ্র মণ্ডল (৪৮) মাঠে কাজ করছিলেন। বাজ পড়ে তিনি মারা যান। অপরদিকে হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রমাপুরের বাসিন্দা সোনিয়া বিবি (২৪) ঘরে বসে ছিলেন। বাজ পড়ে তিনি আহত হন।

আর‌ও পড়ুন: ‘বাগানিয়ার বাজার’ চা বাগানের মহিলাদের মাথা তুলে দাঁড়ানোর লড়াইয়ের ফসল

advertisement

এদিন বৃষ্টির মাঝে হঠাৎ বাজ পড়ে আহত হন দু’জনেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির জয় গোপালপুর এলাকার বাসিন্দা গৌরচন্দ্র মণ্ডল রোজকার মত এদিন মাঠে কাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ বাজ পড়ে গুরুতর আহত হন। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে খুলনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে বাড়িতে বসে থাকা অবস্থায় হঠাৎই বজ্রপাতে গুরুতর আহত হন রামাপুরের বাসিন্দা সোনিয়া বিবি। বজ্রাঘাতে এভাবে সুন্দরবন এলাকায় দুটি পৃথক ঘটনায় দুজনের মৃত্যু ও আহত হ‌ওয়ার ঘটনা যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lightning Death: বাজ পড়ে ফের কৃষকের মৃত্যু, সুন্দরবনে ভয়াবহ ঘটনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল