আরও পড়ুন: নিরঞ্জনের আগে বড়মাকে দেখে যান ছোটমা! ৩০০ বছর ধরে রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজোয় এটাই রীতি
বৃহস্পতিবার যখন বিষাদের সুর বাজবে তখন রাস্তায় নামবে জনজোয়ার, যার মূল আকর্ষণ হল অনন্য সুন্দর আলোকসজ্জা দেখা। এই বছর কেন্দ্রীয় কমিটির মোট ৬২ টি জগদ্ধাত্রী পুজো অংশগ্রহণ করবে শোভাযাত্রায়। মোট ২৩০ টি লরিতে থাকবে সুসজ্জিত আলোকসজ্জা। পঞ্চমীর দিন থেকেই শুরু হয়ে গেছে সেই আলোক সজ্জা তৈরি করার কাজ।শেষ মুহূর্তের কাজ চলছে এখন সকল আলোক শিল্পী এখন নেওয়া-খাওয়া ভুলে ব্যস্ত শোভাযাত্রার মেকানিক্যাল আলো তৈরি করার জন্য।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বড় বড় লরিতে তৈরি হচ্ছে মিকি মাউস, ড্রাগন। কোথাও আবার ফেয়ারিল্যান্ড ফুটিয়ে তোলা হবে। যা দেখতে ভিড় জমবে বৃহস্পতিবার রাতে চন্দননগরের রাস্তার দু’পাশে। এই বিষয়ে এক আলোকশিল্পী জানান, পঞ্চমীর দিন থেকে শুরু হয়েছে আলো তৈরি করার কাজ। শেষ মুহূর্তের কাজ চলছে এখন জোরকদমে। নাওয়া-খাওয়া ভুলে তাঁরা ব্যস্ত আলো তৈরি করতে। সকাল ১০ টা থেকে কাজ শুরু করে রাত তিন-চারটে পর্যন্ত কাজ চলছে।
রাহী হালদার