TRENDING:

South 24 Parganas News: বর্ষার শুরুতেই স্বস্তি! বিপর্যয় মোকাবিলায় বজবজে লাইফবোট

Last Updated:

বিপর্যয় মোকাবিলা করার জন্য এবার বজবজে এল লাইফবোট। এর আগে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৪ টি এরকম বোট ছিল। এবার তার সঙ্গে যুক্ত হল বজবজের নাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বজবজ: বিপর্যয় মোকাবিলা করার জন্য এবার বজবজে এল লাইফবোট। এর আগে দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৪ টি এরকম বোট ছিল। এবার তার সঙ্গে যুক্ত হল বজবজের নাম।
advertisement

উপকূলবর্তী জেলা হল দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় প্রাকৃতিক বিপর্যয় আসলে সবথেকে জরুরি হয়ে পড়ে যোগাযোগ রক্ষার বিষয়টি। সেই সময় খুব কাজে দেয় লাইফবোট। এই জেলার ক্যানিং ও কাকদ্বীপ মহকুমায় একটি করে এবং ডায়মন্ড হারবারে দু’টি মোট ৪ টি বিপর্যয় মোকাবিলার বোট ছিল। যে কোনও র্দুঘটনার সময় কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের সময় বিপর্যয় মোকাবিলার এই বোটগুলি কাজে লাগে।

advertisement

আরও পড়ুন: সর্দি-কাশি, কাটা-পোড়ার যম…! কেন্দ্রের চয়েস সুন্দরবনের এই মধু, দেখে নিন ব্র্যান্ড, জানুন কীভাবে তৈরি

কিন্তু বজবজের দিকে কিছু হলে সেগুলি কাকদ্বীপ থেকে আসতে সময় লাগত। সেই কারনেই বিপর্যয় মোকাবিলা দফতর থেকে একটি বোট বজবজ ২ নম্বর ব্লকে দেওয়া হয়। যার ফলে জেলায় এই বোটের সংখ্যা দাঁড়াল ৫। ৯ লক্ষ টাকা ব্যয়ে এই বোটটি আনা হয়েছে। বজবজ ২ নম্বর ব্লক এই বোটটি পাওয়ায় স্থানীয় বাসিন্দারা খুবই খুশি। এরফলে উপকৃত হবে বজবজ ২ নং ব্লক সহ আশপাশের ব্লকগুলি।

advertisement

View More

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বজবজ ২ ব্লকের পক্ষ থেকেই এই বোটের রক্ষণাবেক্ষণ করা হবে‌। এ নিয়ে বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি জানান, “সাংসদদের উদ্যোগেই এই বোটটি পাওয়া গেছে। এলাকার অনেক অংশই উপকূলবর্তী। ফলে প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনার সময় বোট প্রয়োজন হলে জেলার অন্যান্য জায়গায় খবর দিলে সেই বোট আসতে সময় লাগত। এখন আর সেটি হবেনা।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বর্ষার শুরুতেই স্বস্তি! বিপর্যয় মোকাবিলায় বজবজে লাইফবোট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল