উপকূলবর্তী জেলা হল দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় প্রাকৃতিক বিপর্যয় আসলে সবথেকে জরুরি হয়ে পড়ে যোগাযোগ রক্ষার বিষয়টি। সেই সময় খুব কাজে দেয় লাইফবোট। এই জেলার ক্যানিং ও কাকদ্বীপ মহকুমায় একটি করে এবং ডায়মন্ড হারবারে দু’টি মোট ৪ টি বিপর্যয় মোকাবিলার বোট ছিল। যে কোনও র্দুঘটনার সময় কিংবা প্রাকৃতিক বিপর্যয়ের সময় বিপর্যয় মোকাবিলার এই বোটগুলি কাজে লাগে।
advertisement
কিন্তু বজবজের দিকে কিছু হলে সেগুলি কাকদ্বীপ থেকে আসতে সময় লাগত। সেই কারনেই বিপর্যয় মোকাবিলা দফতর থেকে একটি বোট বজবজ ২ নম্বর ব্লকে দেওয়া হয়। যার ফলে জেলায় এই বোটের সংখ্যা দাঁড়াল ৫। ৯ লক্ষ টাকা ব্যয়ে এই বোটটি আনা হয়েছে। বজবজ ২ নম্বর ব্লক এই বোটটি পাওয়ায় স্থানীয় বাসিন্দারা খুবই খুশি। এরফলে উপকৃত হবে বজবজ ২ নং ব্লক সহ আশপাশের ব্লকগুলি।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
বজবজ ২ ব্লকের পক্ষ থেকেই এই বোটের রক্ষণাবেক্ষণ করা হবে। এ নিয়ে বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি জানান, “সাংসদদের উদ্যোগেই এই বোটটি পাওয়া গেছে। এলাকার অনেক অংশই উপকূলবর্তী। ফলে প্রাকৃতিক বিপর্যয় বা দুর্ঘটনার সময় বোট প্রয়োজন হলে জেলার অন্যান্য জায়গায় খবর দিলে সেই বোট আসতে সময় লাগত। এখন আর সেটি হবেনা।”
নবাব মল্লিক