এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ট্র্যাপ ক্যামেরার সংখ্যা বাড়ান হবে কোটশিলা বনাঞ্চলে। সাধারণ ড্রোনের পাশাপাশি থার্মাল ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে , যাতে রাতের বেলাতেও চিতা বাঘের মুভমেন্ট বোঝা যেতে পারে।
এছাড়াও তিনি আরও বলেন , বনদফতরের পক্ষ থেকে যে ভিডিও দেওয়া হয়েছে সেটা বেশ কিছু মাস আগের ভিডিও। মূলত চিতা বাঘের সুরক্ষার কথা চিন্তা করেই পুরনো ভিডিও দেওয়া হয়েছে। ভিডিওতে যে দুটি চিতা বাঘকে দেখা গিয়েছে সেগুলি তিন বছর আগের ওই জঙ্গলে জন্ম নেওয়া চিতা শাবক। তারাই বড় হয়ে উঠেছে।
advertisement
আরও পড়ুন: মোটা টাকা বেতন! নামী কোম্পানির চাকরি ছেড়ে যা করছেন বাংলার এই শিক্ষক,শুনলে গায়ে কাঁটা দেবে
কোটাশিলা বনাঞ্চলে চিতাবাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশির হাওয়া সর্বত্র। বনাঞ্চল বৃদ্ধি পাওয়ার ফলে বাঘের সংখ্যা বেড়েছে বলে মনে করছেন স্থানীয় এলাকার মানুষরা। বনাঞ্চল সমৃদ্ধ হওয়ায় কোটশিলা বনাঞ্চলে ধীরে, ধীরে চিতার সংসার গড়ে উঠেছে। বন্যপ্রাণ ও মানুষের সহাবস্থান গড়ে উঠেছে ওই এলাকায়।