বাজারে গিয়ে জানা গেল, গরমে লেবুর যে চাহিদা, তার তুলনায় জোগান কম৷ তাছাড়া চাষিদের কথায় লেবুর ফলন এবার কম হয়েছে৷ তাই লেবুর দাম আকাশ ছোঁয়া৷ তার ওপরে পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়েছে৷ বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, যেখানে তাঁরা আগে পাইকারি বাজার থেকে ১০০ পিস পাতিলেবু ২৫০-৩০০ টাকায় কিনতেন, সেখানে এখন পাইকারি দাম দাঁড়িয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকা। ফলে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে পাতিলেবু৷
advertisement
আরও পড়ুন: ধার মেটাতে কিডনি বিক্রি! কেজিএফ-এর সঙ্গীত পরিচালক রবি বাসরুর জীবন কাহিনী কাঁদাবে!
বাজারে মূল্যবৃদ্ধির জেরে জেরবার সাধারণ মানুষ৷ তার প্রভাব পড়েছে রান্নাঘরে। তাছাড়া ভাতের হোটেলের গায়ে লেখা রয়েছে, 'লঙ্কা নিন যত খুশি, লেবু চাইলে লবডঙ্কা'৷ কথায় আছে, ফেল কড়ি মাখো তেল৷ ভাতের হোটেলে এখন অতিরিক্ত পয়সা দিলেই মিলছে লেবু৷ যা আগে বিনাপয়সায় পাওয়া যেত৷ ভিটামিন সি-এর উৎস হিসেবে পাতিলেবুর উপকারীতার কথা কে না জানে৷ এছাড়া লেবুর অন্যান্য কার্যকারিতাও রয়েছে৷ ফলে অনেকেরই খাবারের পাতে একটু লেবু না হলে যেন মন ভরে না৷
Rahi Haldar