TRENDING:

তৃণমূল নয়, শুভেন্দুর খাসতালুকে বড় জয় তুলে নিল বামেরা! ব্রিগেডের ঠিক পরে জাগল আশা

Last Updated:

ফল বেরোতে দেখা যায়, তৃণমূল এবং বিজেপিকে হারিয়ে সিংহভাগ আসনেই জয় পেয়েছে বামেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিয়া: গত রবিবার ডিওয়াইএফআই-এর ব্রিগেডে উপচে পড়া ভিড় দেখে আশা জেগেছিল বাম কর্মী- সমর্থকদের মনে৷ সেই আশাকে আরও কিছুটা জোরাল করে হলদিয়া বন্দরের সমবায় নির্বাচনে বড় জয় পেল বামেরা৷ শুভেন্দু অধিকারীর খাসতালুক হলদিয়ায় বামেদের এই জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷
হলদিয়ায় জয় পেল বামেরা৷
হলদিয়ায় জয় পেল বামেরা৷
advertisement

১৫ আসনের পোর্ট এমপ্লয়িজ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডে ১৫টি আসনের নির্বাচনে ১২ টিতেই জয় পেয়েছে বাম প্রগতিশীল জোট। তৃণমূল জয় পেয়েছে মাত্র ৩ টি আসনে।

আরও পড়ুন: ‘CPIM-র সঙ্গে আপোষ করব না,’ জয়নগরের সভা থেকে বললেন মমতা

বন্দরের এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৬৭০ জন। বামফ্রন্ট প্রার্থীরা ১৪টি আসনে লড়াই করে। শাসকদল তৃণমূল অবশ্য ১৫ টিতেই প্রার্থী দিয়েছিল। বিজেপির ভারতীয় মজদুর সঙ্ঘ প্রার্থী দিয়েছিল ১৪টি আসনে প্রার্থী। ২টি আসনে লড়াই করেন নির্দলেরাও। মোট ৪৫জন প্রার্থী ছিলেন এই ১৫টি আসনে লড়াইয়ের জন্য।

advertisement

ফল বেরোতে দেখা যায়, তৃণমূল এবং বিজেপিকে হারিয়ে সিংহভাগ আসনেই জয় পেয়েছে বামেরা। নির্বাচনে জয়ের পর বামেরা জানান, তিন বছর ধরে কো অপারেটিভে কোনও কমিটি ছিল না। চাপের কাছে নতিস্বীকার করে রাজ্য সরকার অবশেষে ভোট করিয়েছে। ক্রেডিট সোসাইটি বাঁচানোর পক্ষে এরকম তিনটি ইউনিয়নের জোট হয়। সেই জোটে হলদিয়া ডক কমপ্লেক্সের সমস্ত আধিকারিক থেকে কর্মীরা পাশে ছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তৃণমূল নয়, শুভেন্দুর খাসতালুকে বড় জয় তুলে নিল বামেরা! ব্রিগেডের ঠিক পরে জাগল আশা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল