Mamata Banerjee: 'CPIM-র সঙ্গে আপোষ করব না,' জয়নগরের সভা থেকে বললেন মমতা
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Mamata Banerjee: জয়নগরের সভা থেকে বিজেপি এবং সিপিআইএমকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জয়নগর: জয়নগরের সভা থেকে বিজেপি এবং সিপিআইএমকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপির কাছে আত্মসমর্পণ করব না। সন্ত্রাসবাদী সিপিএম, ৩৪ বছর মানুষের মুণ্ডু নিয়ে খেলেছে, তাদের সঙ্গে আপোষ করব না। এটা মাথায় রাখবেন। আজকে বড় বড় কথা বলে টিভির পর্দায় বসে। কী করেছিল ৩৪ বছর। নাপিত বয়কট, স্কুল বয়কট, কলেজ বয়কট, কত কী করেছে। আজকে তো মানুষ কত ভাতা পাচ্ছেন।”
তিনি বলেন, “বগটুইতে যে ঘটনা ঘটেছিল, একজনকে তো খুন করে দিয়েছে। যে টাকাগুলো ওরা পেয়েছিল সেই টাকাগুলো কি দিয়েছে? এজেন্সিগুলো আপনারা সম্পত্তি গুলো নিয়েছেন। কিন্তু টাকা গুলো কি ফেরত দিয়েছেন? চিটফান্ডকে নিয়ে এসেছিল? সিপিআইএম। আর সব কিছুতেই তৃণমূল, গরুতেও তৃণমূল, সব কিছুতেই তৃণমূল বলা হয়।
advertisement
মমতা বলেন, “তৃণমূলকে ভয় পায় বলে সবাইকে তৃণমূল হিসেবে সাজিয়ে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। সব কিছু লক্ষ্য রাখুন। সবাই কে চোর বললে সবাই কিন্তু চোর নয়। এখন তো লোডশেডিং হয় না। বিজেপি কিন্তু ওদের সোশ্যাল নেটওয়ার্ক এর মাধ্যমে উল্টোপাল্টা ভিডিও ছড়ায়। আপনারা এর পাল্টা ভিডিও করে বলুন এটা মিথ্যে। অভিযোগ জানান।”
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, “১০০ দিনের কাজ ওরা বন্ধ করে দিলেও আমরা কিন্তু করছি। ৫ লক্ষ জব কার্ড হোল্ডাররা কাজ পাবে এই রাস্তা তৈরির জন্য। কেন্দ্র বন্ধ দিলেও আমরা আমদের টাকা থেকে ৪০ শতাংশ বেশি করেছি। ভাঙর সাব ডিভিশন নতুন করে করা হইছে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 09, 2024 3:09 PM IST










