TRENDING:

Left Leader become Food Delivery boy|| বাম নেতার জীবন কেমন হয়, গাড়ি বিতর্কের মধ্যেই দেখিয়ে দিলেন এই নেতা! এমন কী করছেন তিনি?

Last Updated:

Left Leader become Food Delivery boy: সংসার চালাতে এখন ফুড ডেলিভারি সংস্থায় কাজ করা ভরসা বাম শরীক দলের শরীক দলের নেতা জয়ন্ত পাত্রের...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জন চন্দ: নীতির রাজা রাজনীতি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজনীতি অনেকের কাছে পেশা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক নেতাদের সঙ্গে দুর্নীতি যেন এখন নিত্যদিনের সঙ্গী। ২৮ বছরের রাজনৈতিক জীবন। একসময় জেলা, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। কিন্তু সংসারে দায়িত্ব পালন করতে বর্তমানে সংসার চালাতে একটি বেসরকারি ফুড ডেলিভারি সংস্থায় সকাল থেকে সন্ধ্যা পরিশ্রম করে চলেছেন পশ্চিম মেদিনীপুরের বাম শরীক দলের এক যুব নেতা।
advertisement

বাম শরিক RSP-র জেলা কমিটির সদস্য তিনি, RSP-র যুব সংগঠন RYF-র রাজ্য কাউন্সিলেরও বর্তমান সদস্য জয়ন্ত পাত্র। মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকার বাসিন্দা। বাড়িতে স্ত্রী, ছেলে এবং দাদা-বৌদির সংসার। কলেজ পাসের পর ১৯৯৫ সাল থেকে আজ পর্যন্ত ২৮ বছরের রাজনৈতিক জীবন। একসময় অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের RYF-র যুব সম্পাদক ছিলেন।

আরও পড়ুনঃ বাসা বেঁধেছিল কঠিন রোগ, ‘কাঁটা লাগা’ গার্ল শেফালীকে মনে আছে তো! এখন অবস্থা জানেন?

advertisement

তবে এখন ফুড ডেলিভারি বয়ের কাজ করে জীবন কাটছে। প্রায় ৫৫ বছর বয়সী জয়ন্ত। এই বয়সের জীবনে প্রচুর ওঠা পড়া দেখেছেন তিনি। বাম থেকে তৃণমূল, তার মাঝে উত্থান বিজেপিরও। সবই তাঁর রাজনৈতিক জীবনের মধ্যে ঘটেছে। রাজনৈতিক দল সামলানোর পাশাপাশি করছেন মানুষের জন্য কাজও। তবে এখনও পর্যন্ত না উঠেছে তাঁর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ, না চাকরি পাওয়ার অভিযোগ।

advertisement

View More

৩৪ বছর ক্ষমতা থাকাকালীন পার্টির কাছে আবেদন করেননি চাকরির জন্যেও। দলের প্রচার, দলের কাজে আকৃষ্ট হয়ে যেমন সে রাজনৈতিক ধর্ম পালন করছে তেমনি সংসার চালাতে কাঁধে তুলে নিয়েছেন ফুড ডেলিভারির ব্যাগও। দিন-রাত পরিশ্রম করে প্রতি অর্ডার পিছু সামান্য টাকা অর্জন করেই সংসার চালাচ্ছেন তিনি। যদিও কাজটা তার নতুন নয়। ২০১৯ সাল থেকেই এই কাজ করে আসছেন জয়ন্ত পাত্র। দীর্ঘ covid-এর সময় সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে তাঁকে।

advertisement

যদিও ২০১১ এর পরিবর্তনের পর পার্টি ক্ষমতায় নেই, পার্টির কদর নেই পার্টির ফান্ড নেই,নেই মানুষের পাশে দাঁড়ানোর সামান্য সম্বল টুকু। তবুও যৎসামান্য পুঁজি দিয়েই এই অবক্ষয়ের যুগেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এই যুবনেতা বর্তমানে RYF-র রাজ্য কাউন্সিলের সদস্য এই ডেলিভারি বয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Left Leader become Food Delivery boy|| বাম নেতার জীবন কেমন হয়, গাড়ি বিতর্কের মধ্যেই দেখিয়ে দিলেন এই নেতা! এমন কী করছেন তিনি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল