প্রসঙ্গত, এপ্রিলের শুরু থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে দুয়ারে সরকারি শিবির৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এই সরকারি কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রের খবর৷ এবারে দুয়ারে সরকার শিবিরে মোট ৩৩ টি প্রকল্প রাখা হয়েছে। তার মধ্যেই এখনও পর্যন্ত ছয়টি প্রকল্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার এখনও পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: বাম আমলে বিরাট বেআইনি নিয়োগ? নাম ধরে 'প্রমাণ' সামনে আনলেন জ্যোতিপ্রিয়, সৌগতরা
এখনও পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে "বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই প্রকল্পে।" মোট চার লক্ষ ১২ হাজার ৬৬১ টি আবেদন জমা পড়েছে এই প্রকল্পে। পাশাপাশি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২ লক্ষ ৩৬ হাজার ৪৭৮ টি আবেদন জমা পড়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পে ১ লক্ষ ৮১ হাজার ২৩১ টি আবেদন এখনও পর্যন্ত জমা পড়েছে।
আরও পড়ুন: ৭১,০০০ চাকরির নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী, মোদির কর্মসূচি ঘিরে তুঙ্গে শোরগোল
কন্যাশ্রী প্রকল্পে ৮৩ হাজার ৯১৯ টি, কৃষক বন্ধু প্রকল্পের ৬৬ হাজার ১৯৪ টি ও খাদ্য সাথী প্রকল্পে ৫৫ হাজার ২৭৯ টি আবেদন জমা পড়েছে। নবান্নের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই ছটি প্রকল্পে সব থেকে বেশি আবেদন জমা পড়েছে। এখনও পর্যন্ত ৬৩ হাজার ৪৩১ টি ক্যাম্প করা হয়েছে দুয়ারে সরকার শিবিরের। মোট আবেদন ৫ এপ্রিল পর্যন্ত জমা পড়েছে ১৩ লক্ষ ৮৭ হাজার ২৩৮টি। জমা পড়া আবেদনের মধ্যে ৬৫ শতাংশ আবেদনের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। মোট ৯ লক্ষ ২ হাজার ৬৩ টি আবেদনের নিষ্পত্তি ইতিমধ্যে করা হয়ে গেছে বলেই জানানো হয়েছে নবান্নের তরফে।