প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্লক ও অঞ্চল ভিত্তিক তৃণমূলের বিজয়া সম্মিলনী সহ প্রবীণ কর্মীদের সম্বর্ধনা অনুষ্ঠান সংগঠিত হচ্ছে। পটাশপুরে সাউৎখণ্ড অঞ্চল তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হয়। পঞ্চায়েত অফিস সংলগ্ন বিজয়া সম্মিলনীর মঞ্চে দাঁড়িয়ে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা বেড়ে দু’হাজার টাকা হবে বলে ঘোষণা করলেন।
আরও পড়ুন: আরজি করে ধর্ষণ-খুনে বিস্ফোরক তথ্য! ঘটনার পরের সকালে কাকে ফোন সঞ্জয়ের? জেনে গেল সিবিআই! কে ওই মহিলা?
advertisement
রাজ্য সরকারের বদলে তৃণমূলের প্রধান লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির ঘোষণা করে বিতর্কে জড়ালেন। তৃণমূলের প্রধান বিজনবন্ধু বাগ বলেন, ”আরজি কর কাণ্ডে আমরাও সুবিচার চাইছি। আমাদের নেত্রী মানুষের এই আন্দোলনকে সম্মান করেছেন। মহিলাদের সামনে রেখে কিছু রাজনৈতিক দল আমাদের দলের বিরুদ্ধে কুৎসা করছেন। ছাব্বিশের বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা বেড়ে দুহাজার টাকা হবে।”
প্রধানের এই বিতর্কিত মন্তব্যের সময় মঞ্চে ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ পন্ডা, জেলা সভাধিপতি উত্তম বারিক সহ অনান্য নেতৃত্বরা।