TRENDING:

Laxmi Puja 2025 : এ যেন জীবন্ত লক্ষ্মীর আরাধনা! মেয়েকে দেবীরূপে পুজো করলেন মা! শ্বশুর পুজো করেছিলেন বৌমার

Last Updated:

Laxmi Puja 2025 : এ যেন জীবন্ত লক্ষ্মীর পুজো। শ্বশুরমশাই প্রথম নিজের বৌমাকে লক্ষ্মীরূপে পুজো করেছিলেন। তারপর থেকেই গৃহবধূ লক্ষ্মীরূপে করে আসছেন নিজের মেয়েকে পুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: বৌমা হিসেবে পুজো পেয়েছিলেন শ্বশুরের হাতে। বড় মেয়ের পর এবার ছোট মেয়েকেই লক্ষ্মীরূপে পুজো করলেন গর্ভধারিনী মা। অভিনব উদ্যোগে নজির স্থাপন শান্তিপুরে। নদিয়ার শান্তিপুরের নিশ্চিন্তপুর গার্ডেন মোড় এলাকায় ঘটেছে এক অভিনব এবং আবেগঘন ঘটনা। লক্ষ্মী পুজোর দিনে এক মা নিজের মেয়েকেই পুজো করলেন দেবী লক্ষ্মী রূপে। পরিবারের ঐতিহ্য এবং বিশ্বাস থেকেই এই উদ্যোগের সূত্রপাত।
advertisement

পরিবারের শিকড়ে রয়েছে নারীকে দেবীরূপে পূজার বিশেষ প্রথা। এই বাড়ির কর্তা প্রথমে নিজের বৌমাকে লক্ষ্মীরূপে পুজো করেছিলেন। সেই সময় নতুন বউকে ঘরে এনে তাঁর হাতে দেওয়া হয়েছিল ধানের কৌটো, শঙ্খ, আলতা এবং প্রদীপ। যেভাবে মা লক্ষ্মীর হাতে পুজোর সামগ্রী থাকে। বরণ করে, শ্রদ্ধা আর সম্মান জানিয়ে বৌমাকে ঘরে আনার সেই প্রথা আজও এই পরিবারের ঐতিহ্য।

advertisement

আরও পড়ুন : মুড়ি ব্যবসার শ্রীবৃদ্ধি চেয়ে পুজো শুরু! ধনদেবীর কৃপায় আজ রাইসমিলের মালিক! দু’ভাইয়ের পুজোর কাহিনী অবাক করবে

সেই পথ অনুসরণ করেই পরবর্তীতে বৌমা, অর্থাৎ বর্তমান গৃহবধূ, নিজের ছোট মেয়েকে লক্ষ্মীরূপে পুজো করেন। সাত বছরের এই কন্যা বর্তমানে স্থানীয় বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। বৌমার কথায়, “আমি যখন এই বাড়িতে বৌ হয়ে আসি, আমার শ্বশুরমশাই আমাকেও মা লক্ষ্মীর রূপে পুজো করেছিলেন। তখন থেকেই মনে হয়েছিল, একদিন আমিও আমার মেয়েকে সেই রূপেই পুজো করব।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের মেয়েকে লক্ষ্মীরূপে পুজো করলেন মা! পথ দেখিয়েছিলেন শ্বশুর
আরও দেখুন

শাশুড়িও এই উদ্যোগে অত্যন্ত খুশি। তিনি বলেন, “ব্রাহ্মণরা যেমন প্রাণ প্রতিষ্ঠা করে দেবীকে পুজো করেন, তেমনই যদি আমাদের মধ্যেই সেই প্রাণ থাকে, তবে পুজো করতে আপত্তি কোথায়!” এই পরিবার বিশ্বাস করে, মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। তাই নারীর প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও ভক্তির মাধ্যমে দেবত্বের প্রকাশ ঘটানো তাঁদের উদ্দেশ্য। এমন সময়ে যখন সমাজের অনেক অংশে নারী এখনও অবহেলিত, সেখানে শান্তিপুরের এই পরিবারের পদক্ষেপ নারীসম্মান ও পারিবারিক ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রইল।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Laxmi Puja 2025 : এ যেন জীবন্ত লক্ষ্মীর আরাধনা! মেয়েকে দেবীরূপে পুজো করলেন মা! শ্বশুর পুজো করেছিলেন বৌমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল