পাঁচ দিনব্যাপী এই উৎসবকে ঘিরে গোটা গ্রাম যেন উৎসবের রঙে রাঙিয়ে ওঠে। বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজনদের আগমন, রান্নাবান্না, হাসি-আনন্দে মুখর হয়ে ওঠে পুরো কল্লোলী গ্রাম। অনেক মেয়েই শ্বশুরবাড়ি থেকে ফিরে আসেন বাপের বাড়িতে। এই পুজো শুধুমাত্র দেবী আরাধনা নয়, এটি সম্পর্ক, স্মৃতি এবং আবেগের উৎসবও বটে।
আরও পড়ুন : সর্বস্ব হারিয়ে পিঠ ঠেকেছে দেওয়ালে! দুর্ভোগের শেষ নেই, এবার বন্যা ও ভাঙন রোধের দাবিতে পথে পড়ুয়ারা
advertisement
কল্লোলী গ্রামের এই লক্ষ্মীপুজো এবার ১০ বছরে পদার্পণ করল। ‘কল্লোলী লক্ষ্মীপুজো কমিটি’র উদ্যোগে আয়োজিত এই পুজোর বাজেট এবার প্রায় ২ লক্ষ টাকা। প্রতিবারের মতোই এবছরও পুজো মণ্ডপ, প্রতিমা ও চোখধাঁধানো আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কেড়েছে। বিশেষ করে আলোর বাহার ও থিম ভিত্তিক সাজসজ্জা আলাদা মাত্রা এনে দিয়েছে গোটা উৎসবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কল্লোলী গ্রামের এই কোজাগরী লক্ষ্মীপুজো এখন শুধু একটি গ্রামের উৎসব নয়, এটি হয়ে উঠেছে পুরো কাশীপুর এলাকার এক অন্যতম আকর্ষণ। যেখানে ধর্ম আর সংস্কৃতির পাশাপাশি হৃদয়ের টানেও মানুষ ছুটে আসেন বছরের পর বছর।