আইনজীবী রবীন্দ্র ঘোষের কথায়, ‘‘বাংলাদেশের পরিস্থিতি অনুকূল করার জন্যই তো লড়াই করি। পালিয়ে এলে তো হবে না৷ ওখানে আমরা থাকি লড়াই করে বাঁচার জন্য। প্রত্যেক মানুষের জন্যই আমরা মানবাধিকারের লড়াই করে যাচ্ছি।’’ তাঁর কথায়, বাংলাদেশে যেভাবে ভারতবিদ্বেষ বিভিন্ন হুমকি হুংকার চলছে, সেটা ঠিক নয়। সম্প্রতি শিরোনামে চর্চিত এই আইনজীবী বাংলাদেশের ভারতবিদ্বেষ সংক্রান্ত পরিস্থিতি প্রসঙ্গে বলেন, ‘‘তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কিছু ছিল তবে এখন সেটা অনেকটাই বেড়ে গিয়েছে। ’’
advertisement
আগামী ২ জানুয়ারি চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণের জামিনের মামলার শুনানি রয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁকে বাংলাদেশে গ্রেফতার করা হয়। খারিজ হয়ে গিয়েছে তাঁর জামিনের আবেদন। ডিসেম্বরের শুরুতে চিন্ময়কৃষ্ণের মামলাটি আদালতে উঠলেও নিজের পক্ষে কোনও আইনজীবীকে পাননি বাংলাদেশ ইসকনের প্রাক্তন সদস্য এই সন্ন্যাসী। তাঁর মামলাটি এক মাস পিছিয়ে দেওয়া হয়। চেষ্টা করেও শুনানির দিন এগিয়ে আনতে পারেননি আইনজীবী ঘোষ৷ সুস্থ হয়ে আদালতে সওয়াল করার অপেক্ষায় আইনজীবী রবীন্দ্র ঘোষ৷