এই বিষয়ে আন্দোলনকারীরা জানান, বিগত ১৪ বছর ধরে তাদের এই আন্দোলন চলে আসছে। কোনরকম ভাবে প্রশাসন তাদের দিকে নজরপাত করছে না। তাই আজকে গোটা রাজ্যব্যাপী সমস্ত ল ক্লার্করা কর্মবিরতি ঘোষণা করেছে। পথে নেমেছেন নিজের দাবি দাওয়া নিয়ে। গোটা রাজ্যব্যাপী প্রায় ৬০ হাজার জন ল ক্লার্ক এই সমাবেশে শামিল হয়েছেন। হুগলি জেলার সমস্ত ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা জমায়েত করেছেন চুঁচুড়ার ঘড়ির মোড়ে। সেখান থেকে প্রথমে আদালতের প্রধান বিচারকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। পরে আরও একটি ডেপুটেশন জেলাশাসকের কাছে জমা দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ ঋষভ পন্থকে নিয়ে বড় খবর, হেলথ আপডেটে এল সুখবর
এই বিষয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী জানান, ল ক্লার্কদের ওয়েলফেয়ার ফান্ড চালু করা সহ, তাদের সরকারিভাবে বসার জায়গা ও শৌচাগার পানীয় জলের মতন সমস্যাগুলি সমাধান করার জন্য তারা একত্রিত হয়ে পথে নেমেছেন। মোট ১৪ দফা দাবি রয়েছে তাদের। এই দাবি গুলি বিগত প্রায় চোদ্দ বছর ধরে তারা রেখে আসছেন। এখনও পর্যন্ত সেই দাবির সঠিক সুরাও হয়নি তাই আজ তারা কর্মবিরতি ঘোষণা করে জেলা তথা রাজ্য স্তরে এই মিছিলের আয়োজন করেছেন।
Rahi Haldar