পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে একটি দেশি পিস্তল, দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃতকে পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শনিবার কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে বিধানসভা নির্বাচনের এতটা আগে থেকে জেলায় নিয়মিত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত মুর্শিদাবাদ জেলা পুলিশ।
আরও পড়ুন: ইনি কে বলুন তো? এই বিধায়ক নিজের হাতে ভক্তদের পাতে প্রসাদ তুলে দিলেন
advertisement
জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই মুর্শিদাবাদ পুলিশ জেলার বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র উদ্ধার চলছে। কখনও হরিহরপাড়া, নওদা এমনকি বেলডাঙায় উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। পুলিশ এও জানিয়েছে, মুর্শিদাবাদ পুলিশ জেলাাত গত ১ আগস্ট থেকে ১৫ পর্যন্ত মোট ১৯৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ৬৩৫টি পর্যন্ত কার্তুজ’ও উদ্ধার করা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কান্দি থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি গোলাম আমবিয়া এলাকার কুখ্যাত দুস্কৃতি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।