গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান জেলায় নতুন করে ৭৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যে আউশগ্রাম 1 নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন ২৮ জন। আউশগ্রাম দু'নম্বর ব্লকে একজন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। ভাতার ও বর্ধমান ১ নম্বর ব্লকে কুড়িজন করে করোনা আক্রান্ত হয়েছেন। বর্ধমান দু'নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৬০ জন। গলসি ১ নম্বর ব্লকের দুজন ও গলসি দু'নম্বর ব্লকে ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন জামালপুর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন।
advertisement
আরও পড়ুন: NM আর AS, নতুন দুই নিশানা বাবুল সুপ্রিয়র! 'বিশ্বের বৃহত্তম দল'কেও কটাক্ষ
কালনা ১ নম্বর ব্লকের গত ২৪ ঘন্টায় ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কালনা ২ নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ জন। মন্তেশ্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৬ জন। পূর্বস্থলী ১ নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন ।পূর্বস্থলী দু'নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ জন।
আরও পড়ুন: ছিলেন তৃণমূল নেতা, এখন নির্দল, হঠাৎ সদলবলে বসে পড়লেন থানায়! বিষয়টা কী?
কাটোয়া মহকুমাতেও দ্রুত ছড়াচ্ছে করোনা। কাটোয়া ১ নম্বর ব্লকের ১৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। কাটোয়া দু'নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন ৬ জন। কেতুগ্রাম ১ নম্বর ব্লকে ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কেতুগ্রাম ২ নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ন জন। খণ্ডঘোষ ব্লকের ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। মেমারি ১ নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ জন। মেমারি দু'নম্বর ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ জন। মঙ্গলকোট ব্লকে করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন। রায়না এক নম্বর ব্লকে ২৭ জন ও রায়না দু'নম্বর ব্লকে ১৫ জন নতুন করে করোনা আক্রান্তের হদিশ মিলেছে।