এই খবর সংগ্রহ করতে গিয়ে কান্দি মহকুমা আদালতে হেনস্থার স্বীকার হতে হয় সাংবাদিকদের। অভিযোগ একজন সাংদিককে আইনজীবিরা মারাধর করে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৫ সালে ভরতপুর থানার হরিশচন্দ্রপুর গ্রামে আশরফ সেখ নামে এক ব্যক্তিকে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে লালু সেখ সহ গ্রামের কয়েকজনের বিরুদ্ধে। এরপর কান্দি মহকুমা আদালত ধৃত লালু সেখকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয়। ২০২১ সালে হাইকোর্টের নথি জাল করে কান্দি আদালত থেকে লালু সেখকে জামিন করিয়ে দেয় কলকাতা হাইকোর্টের আইনজীবি অরিন্দম রায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাইকোর্ট সি আই ডিকে তদন্তের নির্দেশ দেন।
advertisement
গত বছর নভেম্বর মাসে কাটোয়া থেকে আইনজীবি অরিন্দম রায়কে গ্রেফতার করে সি আই ডি। এরপর কান্দি আদালতের আইনজীবি নীলোৎপল মন্ডলকে গ্রেফতার করল সি আই ডি। কান্দি আদালতের শুভ্র কুমার মিশ্র বলেন, ভরতপুরের খুনের ঘটনায় অভিযুক্ত লালু সেখের ভুয়ো জামিনের ঘটনায় আগেই হাইকোর্টের আইনজীবি অরিন্দম রায়কে গ্রেফতার করেছিল সি আই ডি। এবার কান্দি আদালতের আইনজীবি নীলোৎপল মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। বিচারক তিনদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। গোটা ঘটনার তদন্ত চলছে।
হাইকোর্টের নথি জাল করে জামিনের অপরাধে সি আই ডি-র হাতে গ্রেপ্তার কান্দি মহকুমা আদালতের আইনজীবি। হাইকোর্টের নির্দেশ জাল করে যাবজ্জীবন করাদন্ডের সাজাপ্রাপ্ত লালু সেখের জামিনের ঘটনায় কান্দি আদালতের আইনজীবি নীলোৎপল মন্ডলকে গ্রেফতার করল সি আই ডি। নীলোৎপল মন্ডল কান্দি বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারী পদে ছিলেন।