পরে তাঁকে স্থানান্তরিত করা হয় অ্যাপোলোয়। অসুস্থ হওয়ার পর থেকে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি প্রিয়রঞ্জন দাশমুন্সি। প্রথম থেকেই কোমায় ছিলেন। গত দশদিন অসুস্থ হয়ে পড়ায় আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে।
দিল্লিতে কংগ্রেস অফিসে শেষশ্রদ্ধা জানানো হবে প্রিয়রঞ্জন দাশমুন্সিকে। আজ অর্ধদিবস ছুটি ঘোষণা সরকারের।তাঁর স্মরণে আগামিকাল বিধানসভা অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে কালিয়াগঞ্জে।
advertisement
আজ রাতেই মরদেহ আনা হবে কলকাতায়
রাত ৮.৪৫-এর বিমানে দিল্লি থেকে বিমানে আনা হবে মরদেহ
রাতে পিস হেভেনে রাখা থাকবে মরদেহ
সকাল ৮.৩০-৯.৩০ পর্যন্ত থাকবে মরদেহ রানি ভবানী রোডের বাড়িতেও নিয়ে যাওয়া হবে দেহ
এরপর মরদেহ পৌঁছবে রেসকোর্সে
রেসকোর্স থেকে হেলিকপ্টারে রায়গঞ্জের দিকে রওনা
রায়গঞ্জ থেকে মরদেহ যাবে কালিয়াগঞ্জে
মিছিল করে নিয়ে যাওয়া হবে প্রিয়রঞ্জনের মরদেহ
কালিয়াগঞ্জ থেকে ফের রায়গঞ্জে আনা হবে মরদেহ
রায়গঞ্জ বন্দর শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে ৷