আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তৎপরতায় অগে থেকেই শুরু হয়েছে পুলিশি নজরদারি। পুলিশসূত্রে জানা যায়, ধৃতরা বিভিন্ন অসামাজিক কজের সঙ্গে যুক্ত রয়েছে। ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। কি উদ্দেশ্যে ওই তিন যুবক বাগানের মধ্যে বোম ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এবং তাদের সঙ্গে আর কেউ জড়ি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
advertisement
অন্যদিকে বৃহস্পতিবার রতে গোপনসূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার নামো বসুদেবপুরে একটি পরিতাক্ত আমবাগানে তল্লাশি চালিয়ে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেওয়া হয় বোমস্কোয়াড কর্মীদের।
শুক্রবার সকলে বেমস্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিক্রিয় করে। বোমা উদ্ধারে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা আমবাগানের মধ্যে বোমা ফেলে রেখে গিয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।