TRENDING:

Bomb Recovered: লোকসভা নির্বাচনের আগে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-বোমা, আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী

Last Updated:

Bomb Recovered: পুলিশি অভিযানে মুর্শিদাবাদের হরিহরপাড়াও সমশেরগঞ্জ থেকে উদ্ধার বিপুল পরিমনে আগ্নেয়াস্ত্র ও বোমা। গ্রেফতার ৩ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: পুলিশি অভিযানে মুর্শিদাবাদের হরিহরপাড়াও সমশেরগঞ্জ থেকে উদ্ধার বিপুল পরিমনে আগ্নেয়াস্ত্র ও বোমা। গ্রেফতার ৩ জন। বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার আই সি অরূপ কুমার রায়-সহ তার টিম গোপন সূত্রের খবর পেয়ে হরিহরপাড়া থানার সদানন্দপুর এলাকার একটি বাগানে হানা দিয়ে তিনজনকে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দশটি তাজা সকেট বোমা দুটি আগ্নেয়াস্ত্র-সহ চার রাউন্ড গুলি এরপর এই তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত মুরসেলিম সেখ, সেলিম সেখ ও সান মহম্মদ হরিহরপাড়া থানার সদানন্দপুর এলাকার বাসিন্দা।
লোকসভা নির্বাচনের আগে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-বোমা, আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী
লোকসভা নির্বাচনের আগে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-বোমা, আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী
advertisement

আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তৎপরতায় অগে থেকেই শুরু হয়েছে পুলিশি নজরদারি। পুলিশসূত্রে জানা যায়, ধৃতরা বিভিন্ন অসামাজিক কজের সঙ্গে যুক্ত রয়েছে। ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়। কি উদ্দেশ্যে ওই তিন যুবক বাগানের মধ্যে বোম ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এবং তাদের সঙ্গে আর কেউ জড়ি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

advertisement

আরও পড়ুন-         মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-        মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

অন্যদিকে বৃহস্পতিবার রতে গোপনসূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জ থানার নামো বসুদেবপুরে একটি পরিতাক্ত আমবাগানে তল্লাশি চালিয়ে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে খবর দেওয়া হয় বোমস্কোয়াড কর্মীদের।

advertisement

শুক্রবার সকলে বেমস্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিক্রিয় করে। বোমা উদ্ধারে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা আমবাগানের মধ্যে বোমা ফেলে রেখে গিয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bomb Recovered: লোকসভা নির্বাচনের আগে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র-বোমা, আতঙ্কে ভয়ে কাঁটা এলাকাবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল