সেখানে চাকরি প্রার্থীরা সরাসরি ঝাড়গ্রাম জেলাশাসক কার্যালয়ের নতুন ভবনের চারতলায় ঝাড়গ্রাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দফতরে এসে ইন্টারভিউ দিচ্ছেন। তারপর বেসরকারি সংস্থা তাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন। মঙ্গলবার ঝাড়গ্রাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতায় জোম্যাটোর ডেলিভারি বয়ের কর্মী নিয়োগের পরীক্ষা হয়। এদিন ৩২ জন ইন্টারভিউ দিয়েছেন।
আরও পড়ুন: ডিম, মাংস না হলেও চিন্তা নেই! এই স্কুলের মিড ডে মিল মানেই সারাবছর পুষ্টি আর পুষ্টি
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝাড়গ্রাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ডেপুটি ডিরেক্টর অরুণাভ দত্ত বলেন, “ডিসেম্বর মাস থেকে আমরা স্পেশাল জব ড্রাইভ দিয়েছি। তাতে এখনও পর্যন্ত ১৪৩ জন বেসরকারি চাকরিতে প্লেসমেন্ট পেয়ে কাজে যোগ দিয়েছেন। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, জিফোর সিকিউরিটি, শালিমার গ্রুপ, ফিউসান ফিন্সাসে অনেকে চাকরি পেয়েছেন। এদিন জোম্যাটো ডেলিভারি বয়ের জন্য ইন্টারভিউ নিয়েছে। ৩২ জন সরাসরি ইন্টারভিউ দিয়েছেন, আশা করছি খুব শীঘ্রই কারা চাকরি পেল তাদের নাম জানা যাবে”।
জব ড্রাইভের মাধ্যমে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে চাকরি পাওয়া গ্র্যাজুয়েট পাশ রঘুনাথপুরের বাসিন্দা কিসমত আলি বলেন, “আমার নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত রয়েছে। ডিসেম্বর মাসে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলাম। ২ জানুয়ারি চাকরিতে যোগ দিয়েছি”।
বুদ্ধদেব বেরা