TRENDING:

শান্তিনিকেতনে সরকারি স্কুলের জমি বেহাত! সে খানে কী হচ্ছে জানেন? বড় অভিযোগ!

Last Updated:

Shantiniketan Land: শান্তিনিকেতনের গোয়ালপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যাপীঠের সাড়ে ৪ কাঠা জমি বেআইনিভাবে দখল করেছেন রিসর্ট মালিক ভরত ঘোষ। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও ফল মেলেনি। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা উদ্বিগ্ন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একেবারে শান্তিনিকেতনের বুকেই সরকারি স্কুলের জমি বেহাত! অভিযোগ উঠেছে এক বেসরকারি রিসর্ট মালিকের বিরুদ্ধে। শিক্ষার মন্দির যেখানে, সেখানেই বেআইনি প্রাচীর তুলে দখলের অভিযোগ—স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
News18
News18
advertisement

ঘটনাস্থল গোয়ালপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যাপীঠ, শান্তিনিকেতন। অভিযোগ, স্কুলের প্রায় সাড়ে ৪ কাঠা জমি জবরদখল করে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছেন স্থানীয় এক রিসর্ট মালিক ভরত ঘোষ। দীর্ঘদিন ধরে এই জমি ছিল বিদ্যালয়ের অন্তর্ভুক্ত, অথচ এখন তার একাংশে উঠে এসেছে দোকানঘর!

বর্ষায় জমিতে নামলেই সাপের ভয়? ৬ ফুটের জিনিসটা মাটিতে ছুঁড়লেই লেজ গুটিয়ে পালাবে ইয়া বড় বড় বিষধর!

advertisement

শ্বশুরের সম্পত্তিতে কি অধিকার থাকে পুত্রবধূর? না জেনে প্রায়ই সমস্যায় পড়েন মেয়েরা! আদালতের গুরুত্বপূর্ণ রায় কী?

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনাথবন্ধু মণ্ডল জানাচ্ছেন, একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি। জেলা শাসক, বিদ্যালয় পরিদর্শক থেকে শুরু করে শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ—সব মহলেই চিঠি গিয়েছে। তবুও জমি ফেরত মেলেনি স্কুলের।

advertisement

এর আগেই স্কুলের চারপাশে প্রাচীর গড়ার জন্য সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছিল। কাজ না হওয়ায় শেষ পর্যন্ত ‘দিদিকে বলো’ টোল ফ্রি নম্বরে অভিযোগ করেন শিক্ষকরা। তাতেই নড়ে চড়ে বসে প্রশাসন। এরপর বোলপুরের সাংসদ অসিত মাল তাঁর তহবিল থেকে ৩৮ লক্ষ টাকা বরাদ্দ করেন বিদ্যালয়ের চারদেওয়ালের জন্য। সেই অনুযায়ী, শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের তরফে শুরু হয় প্রাচীর নির্মাণের কাজ।

advertisement

আর সেখানেই ফাঁস হয়ে যায় জমি কেলেঙ্কারি। সীমানা চিহ্নিত করতে গিয়ে ধরা পড়ে—স্কুলের তিন একরের কিছুটা কম জমির মধ্যে ৩টি প্লট-এর প্রায় সাড়ে চার কাঠা জমি ইতিমধ্যে বেহাত হয়ে গিয়েছে।

বিদ্যালয়ের তরফে ২৮ হাজার টাকা খরচ করে সীমানা নির্ধারণের কাজ করা হয়। রিপোর্টেই স্পষ্ট—বিদ্যালয়ের একাংশ জমি জবরদখল করে নিয়েছেন ওই রিসর্ট মালিক ভরত ঘোষ। তবে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ তিনি। ফোনে যোগাযোগ করা হলে মন্তব্য করতে চাননি। (তাঁর নম্বর অফিসিয়াল হোয়াটসঅ্যাপে সংরক্ষিত রয়েছে।)

advertisement

স্থানীয় সূত্র বলছে, জমি মাফিয়াদের দাপটে শান্তিনিকেতন নতুন কিছু দেখছে না। সরকারি জমি হোক বা আদিবাসীদের, দখল করে নির্মাণ চলছেই। তবে এবার সরকারি স্কুলের জমি বেহাত হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েই উঠছে প্রশ্ন।

এখন প্রশ্ন একটাই—বিদ্যালয়ের জমি ফিরিয়ে দিতে কতটা সক্রিয় হবে প্রশাসন? আর শিক্ষার স্বাভাবিক পরিবেশে কি ফিরে আসবে শান্তিনিকেতন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান না হওয়ায় উদ্বিগ্ন শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। সকলের প্রশ্ন—সরকারি জমিতেও যদি নিরাপত্তা না থাকে, তবে আদৌ আমরা কোথায় দাঁড়িয়ে?

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শান্তিনিকেতনে সরকারি স্কুলের জমি বেহাত! সে খানে কী হচ্ছে জানেন? বড় অভিযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল