বোলপুর শান্তিনিকেতন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ ওঠে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে,পর্যটন দফতরের জায়গা জবর দখল করে রাস্তা নির্মাণ শুরু করেছিল স্থানীয় বেশ কয়েকজন জমি মাফিয়া। উদ্দেশ্য একটাই এই রাস্তাটি হলেই বিস্তীর্ণ একটি জমি প্লট করে বিক্রি করে দেওয়া সম্ভব হবে। যে জমি বিক্রির উদ্দেশ্য ছিল, তার মধ্যেও আবার সরকারি সেচ বিভাগের জমি রয়েছে। অর্থাৎ, সরকারি দু’টি দফতরের জমি প্রকাশ্যে দখল করা হচ্ছিল।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
সরকারি এই জমি জবর দখল করে নাম জড়ানো এক জমি কারবারি রাজা ভট্টাচার্য বলেন, “আমি কোনও অভিযোগ জানি না, এমন কোনও অভিযোগ আমার কাছে এখনো এসে পৌঁছায়নি,আমি এসবের সঙ্গে কোনওভাবেই যুক্ত নই।আমাকে কেউ কোনও নোটিশ করেনি ৷ আমি কিছু জানি না৷”
আরও পড়ুনVillage Ghost: ‘তেনাদের’ ভয়ে গ্রাম খালি, বাঁকুড়ায় ঘটে হাড় হিম করা ঘটনা, এরপর যা হল….
প্রসঙ্গত বিশ্বকবির শান্তিনিকেতনে জমি মাফিয়া দের দৌরাত্ম নতুন কিছু নয়।জমি দখল নিয়ে বারবার ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে।আদিবাসী পাট্টা জমি দখল থেকে কোপাই নদীর পাড় ঘিরে নেওয়া।বোলপুর শান্তিনিকেতনের কোপাই নদীর একাংশ বাজেয়াপ্ত করে রিসোর্ট করার অভিযোগ ওঠে। এরপরে পুনরায় আবার সরকারি জমি দখলের অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
সৌভিক রায়