Baghajatin Fire: বাঘাযতীন স্টেশনে অগ্নিকাণ্ডের জেরে বিপুল ক্ষতি, নিরাপত্তার আবেদন জানালেন শিয়ালদহের ডিআরএম
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Riya Das
Last Updated:
Baghajatin Fire: সোমবার সকালে বাঘাযতীন রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিভাগীয় রেল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঘটনার একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে দাহ্য পদার্থের সংরক্ষণ বা ব্যবহার এই অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।
বাঘাযতীন: সোমবার সকালে বাঘাযতীন রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার ফলে যাত্রী ও স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও, দমকল বিভাগ ও রেলওয়ে আধিকারিকদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং স্টেশন চত্বরে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই এবং রেল চলাচলেও কোনও প্রভাব পড়েনি। তবে সংশ্লিষ্ট দোকানটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিভাগীয় রেল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঘটনার একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে দাহ্য পদার্থের সংরক্ষণ বা ব্যবহার এই অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।
আরও পড়ুন-জানুয়ারিতেই বাম্পার ‘জ্যাকপট’…! মহালক্ষ্মী রাজযোগ সৌভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির, অর্থ-সম্পদের ফোয়ারা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
উল্লেখ্য, অতীতে সন্তোষপুর স্টেশনের নিকটেও অনুরূপ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে অননুমোদিত বা স্টেশন সংলগ্ন দোকানে আগুন লাগার ফলে রেল পরিচালনায় ব্যাপক বিঘ্ন ঘটে এবং রেল অবকাঠামো ও যাত্রী নিরাপত্তার প্রতি গুরুতর ঝুঁকির সৃষ্টি হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে শিয়ালদহ ডিভিশন দাবি করছে –
advertisement
advertisement
দাহ্য পদার্থ পরিহার করুন: স্টেশন চত্বরের ভিতরে বা আশেপাশে কোনও ধরনের অত্যন্ত দাহ্য পদার্থ সংরক্ষণ বা ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশ জারি করা হয়েছে।
রেল সম্পদের সুরক্ষা: রেললাইনের নিকটে বা স্টেশন ভবনের কাছে আগুন লাগলে সিগন্যালিং ব্যবস্থা, ওভারহেড ইকুইপমেন্টসহ মূল্যবান রেল সম্পদের মারাত্মক ক্ষতি হতে পারে, যা ট্রেন চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
যাত্রী নিরাপত্তাই সর্বাগ্রে: সামান্য অবহেলাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে, যা প্রতিদিনের হাজার হাজার যাত্রীর জন্য গুরুতর ঝুঁকি ও ভোগান্তি ডেকে আনতে পারে।
এ প্রসঙ্গে শিয়ালদহ বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা বলেন, যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। রেললাইনের কাছে আগুন ব্যবহার করা শুধু বেআইনি নয়, অত্যন্ত বিপজ্জনকও। এর ফলে রেল সম্পদের ক্ষতি হতে পারে, রেল পরিষেবা ব্যাহত হতে পারে এবং যাত্রী ও রেলকর্মীদের জীবন বিপন্ন হতে পারে। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সকলের সচেতন সহযোগিতা একান্ত প্রয়োজন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 13, 2026 10:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baghajatin Fire: বাঘাযতীন স্টেশনে অগ্নিকাণ্ডের জেরে বিপুল ক্ষতি, নিরাপত্তার আবেদন জানালেন শিয়ালদহের ডিআরএম








