Jhargram Weather Forecast: পৌষের শেষে বাড়ল পারদ, উধাও কুয়াশার দাপটও! মকর সংক্রান্তিতে কী হতে চলেছে ঝাড়গ্রামে! জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Forecast: দিন দুয়েক ধরে রাজ্যের সমস্ত জেলাতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। পৌষ মাসের একেবারে শেষ প্রান্তে এসে পারদের এমন ঊর্ধ্বমুখী ভাব অনেকের কাছেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শীত নিয়ে। তারপর আবার রাত পোহালেই মকর সংক্রান্তি। এমন পরিস্থিতিতে কী হতে চলেছে ঝাড়গ্রামে চলুন দেখে নেওয়া যাক।
advertisement
1/5

দিন দুয়েক ধরে রাজ্যের সমস্ত জেলাতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। পৌষ মাসের একেবারে শেষ প্রান্তে এসে পারদের এমন ঊর্ধ্বমুখী ভাব অনেকের কাছেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শীত নিয়ে। তারপর আবার রাত পোহালেই মকর সংক্রান্তি। এমন পরিস্থিতিতে কী হতে চলেছে ঝাড়গ্রামে চলুন দেখে নেওয়া যাক।
advertisement
2/5
গত কয়েক দিনের তুলনায় অন্যান্য জেলার পাশাপাশি জঙ্গলমহলের বিভিন্ন জেলাতেও তাপমাত্রার পারদ মঙ্গলবার বেড়েছে। তাপমাত্রার পারদ বেড়েছে ঝাড়গ্রামের মতো জেলাতেও। তবে আবহাওয়া দফতর সূত্রে যা জানা যাচ্ছে তাতে সাময়িকভাবে তাপমাত্রার পারদ বৃদ্ধি পেলেও জাঁকিয়ে শীত এখনই বিদায় নিচ্ছে না।
advertisement
3/5
আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সোমবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকে বাতাস বইছে ঝাড়গ্রামে। তবে এদিন সেই ভাবে কুয়াশার দাপট লক্ষ্য করা যায়নি।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী চার দিন ঝাড়গ্রামের আবহাওয়া শুষ্ক থাকবে। এর পাশাপাশি কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটার থাকতে পারে।
advertisement
5/5
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন সংস্থা থেকে জানা যাচ্ছে, মকর সংক্রান্তি অর্থাৎ বুধবার ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২° কমতে পারে। স্বাভাবিকভাবেই মকর সংক্রান্তির দিন শীতের অনুভূতি আরও কিছুটা বাড়তে পারে ঝাড়গ্রামে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Jhargram Weather Forecast: পৌষের শেষে বাড়ল পারদ, উধাও কুয়াশার দাপটও! মকর সংক্রান্তিতে কী হতে চলেছে ঝাড়গ্রামে! জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট