মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার শপথ গ্রহণ করল ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলের নবাগত সেবিকারা। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামে ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলে ল্যাম্প লাইটিং অনুষ্ঠিত হয়। যেখানে এই বছর ভরতি হওয়া ৭৫ জন ছাত্রী হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে শপথ গ্রহণ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন,সমেত বিশ্ষ্ঠ অতিথিরা। ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলের পরিকাঠামো দেখে অত্যন্ত খুশি রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন।
advertisement
আরও পড়ুন : জঙ্গলমহলে প্রথম তৈরি হচ্ছে প্লাস্টিকের রাস্তা! মজাটা কোথায় জানেন?
ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলে এই বছর অষ্টম তম ল্যাম্প লাইটিং সেরিমনির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি কৃতি- ছাত্রীদের পুরস্কৃত করা হয় এবং নার্সিং ট্রেনিং স্কুলের সমস্ত চিকিৎসক ,শিক্ষক ও কর্মীদের সম্মান জ্ঞাপন করা হয়। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল বেলা সাহা বলেন,”এই বছর আমাদের নার্সিং ট্রেনিং স্কুলে অষ্টম তম ল্যাম্প লাইটিং সেরিমনি অনুষ্ঠিত হয়। হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে ফ্লোরেন্স নাইটেঙ্গেল ম্যাডামকে স্মরণ করে শপথ গ্রহণ করে। ফ্লোরেন্স নাইটেঙ্গেল আমাদের সকলের প্রিয় এবং আধুনিক নার্সিং এর জনক ছিলেন”।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন প্রথম মহিলা যিনি ভারতে নার্সিং এর উপর ব্যাপক প্রভাব ফেলেন। তিনি বেসামরিক জনগণের জন্য নার্সিং পরিষেবাতে আগ্রহী ছিলেন, যদিও তার প্রথম আগ্রহ ছিল ভারতে সেনাবাহিনীর কল্যাণ। ভারতবর্ষের গ্রামীণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার ওপর গবেষণা চালান। যা ভারতবর্ষে উন্নত স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফ্লোরেন্স নাইটেঙ্গেল এর মত সেবিকা হয়ে ওঠার স্বপ্ন নিয়ে শপথ গ্রহণ করল ঝাড়গ্রাম নার্সিং ট্রেনিং স্কুলের প্রথম বর্ষের ছাত্রীরা।
বুদ্ধদেব বেরা