শুধু তাই নয় মিড ডে মিলে ছিল পাত পেড়ে জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন। শেষ পাতে ছিল পায়েস ও মিষ্টি। এই বিশেষ অনুষ্ঠানে স্কুলে উপস্থিত ছিলেন বিডিও সুব্রত ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কামালুজ্জামান-সহ অন্যান্যরা। ছোট ছোট ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাতে স্কুলের এই উদ্যোগ দাগ কেটেছে সকলের মনে।
আরও পড়ুন : বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত থেকে দোলে একরত্তি মেয়ের রং খেলা, অভিনেত্রীর অন্দরমহল ছবিতে
advertisement
রঙ বেরঙের বেলুনে সেজে উঠেছে গোটা স্কুল। মাথায় বার্থ ডে ক্যাপ পড়ে প্রস্তুত স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা। না তাই বলে স্কুলের কিন্তু জন্মদিন না। জন্মদিন স্কুলের ছোট ছোট পড়ুয়াদের। অন্যান্য বন্ধুদের কেক কেটে হই হুল্লোড় করে জন্মদিন পালন হলেও।
আরও পড়ুন : মাত্র ২ টুকরো বরফ আপনার ত্বককে গরমকালের সব সমস্যা থেকে দূরে রাখে
আরও পড়ুন : রিয়্যালিটি শো-এ একে অন্যের আলিঙ্গনে নিজেদের সঁপে দিলেন ভরত ও জয়শ্রী, দেখুন ছবি
স্কুলের প্রধান শিক্ষক সরোজ হালদার বলেন, ‘‘স্কুলে এমন অনেক ছাত্র ছাত্রী রয়েছে যাদের পরিবারের পক্ষে জন্মদিন পালনের সামর্থ নেই। তাই সেই কথা মাথায় রেখে প্রতি মাসে যাদের জন্মদিন রয়েছে তাদের জন্মদিন একসঙ্গে পালন করা হয়। পাশাপাশি এদিন বিদ্যালয়ে শিশু সংসদ কক্ষ ও লাইব্রেরীর উদ্বোধন করেন বিডিও৷ তবে ছোট ছোট ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটাতে স্কুলের এই উদ্যোগ দাগ কেটেছে সকলের মনে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কামালুজ্জামান।
(প্রতিবেদন: প্রণবকুমার বন্দ্যোপাধ্যায়)