Bharat Kaul and Jayasree Mukherjee : রিয়্যালিটি শো-এর সেটে একে অন্যের আলিঙ্গনে নিজেদের সঁপে দিলেন ভরত ও জয়শ্রী, দেখুন ছবি

Last Updated:
Bharat Kaul and Jayasree Mukherjee : সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলে এই শো-এর বেশ কিছু ছবি শেয়ার করেছেন জয়শ্রী৷ দর্শকদের অনুরোধ করেছেন নির্দিষ্ট দিনে তাঁদের পর্ব দেখার জন্য৷
1/20
টিভি অভিনেতাদের প্রেম ও দাম্পত্যের গোপন কাহিনিকে দর্শকদের সামনে পেশ করছে স্টার জলসার নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’৷ জিতের সঞ্চালনায় এ বার এই অনুষ্ঠানে আসছেন ভরত কল এবং তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়৷ (Bharat Kaul and Jayasree Mukherjee)
টিভি অভিনেতাদের প্রেম ও দাম্পত্যের গোপন কাহিনিকে দর্শকদের সামনে পেশ করছে স্টার জলসার নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’৷ জিতের সঞ্চালনায় এ বার এই অনুষ্ঠানে আসছেন ভরত কল এবং তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়৷ (Bharat Kaul and Jayasree Mukherjee)
advertisement
2/20
সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলে এই শো-এর বেশ কিছু ছবি শেয়ার করেছেন জয়শ্রী৷ দর্শকদের অনুরোধ করেছেন নির্দিষ্ট দিনে তাঁদের পর্ব দেখার জন্য৷
সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলে এই শো-এর বেশ কিছু ছবি শেয়ার করেছেন জয়শ্রী৷ দর্শকদের অনুরোধ করেছেন নির্দিষ্ট দিনে তাঁদের পর্ব দেখার জন্য৷
advertisement
3/20
ব্যক্তিগত জীবনে দীর্ঘ কঠিন সময় পাড়ি দিয়েছেন ভরত ৷ প্রথম স্ত্রী অভিনেত্রী অনুশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মুম্বই চলে যান ৷
ব্যক্তিগত জীবনে দীর্ঘ কঠিন সময় পাড়ি দিয়েছেন ভরত ৷ প্রথম স্ত্রী অভিনেত্রী অনুশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি মুম্বই চলে যান ৷
advertisement
4/20
এর পর ভরতের জীবনের পথ অনেকটাই বন্ধুর হয়ে ওঠে ৷ জানা যায় তিনি আক্রান্ত হয়েছেন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ায় ৷ এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে হাল ধরেছিলেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায় ৷
এর পর ভরতের জীবনের পথ অনেকটাই বন্ধুর হয়ে ওঠে ৷ জানা যায় তিনি আক্রান্ত হয়েছেন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ায় ৷ এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে হাল ধরেছিলেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায় ৷
advertisement
5/20
জয়শ্রীর কাছে ভরসার ছায়া পেয়েছিলেন ভরত ৷ সেই ভরসা থেকে বন্ধুত্ব, প্রেম ও পরিণয় ৷ বয়সের ফারাক ছায়া ফেলেনি তাঁদের সম্পর্ক ও দাম্পত্যে ৷ একমাত্র মেয়েকে নিয়ে তাঁদের ভরপুর সংসার ৷
জয়শ্রীর কাছে ভরসার ছায়া পেয়েছিলেন ভরত ৷ সেই ভরসা থেকে বন্ধুত্ব, প্রেম ও পরিণয় ৷ বয়সের ফারাক ছায়া ফেলেনি তাঁদের সম্পর্ক ও দাম্পত্যে ৷ একমাত্র মেয়েকে নিয়ে তাঁদের ভরপুর সংসার ৷
advertisement
6/20
মা হওয়ার পরও অভিনয়ের কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন জয়শ্রী ৷ এমনকি, তিনি অভিনয় করেন স্বামীর প্রাক্তন স্ত্রী অনুশ্রীর সঙ্গেও ৷ দু’জনের মধ্যে সম্পর্ক সৌহার্দ্যমূলক ৷
মা হওয়ার পরও অভিনয়ের কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন জয়শ্রী ৷ এমনকি, তিনি অভিনয় করেন স্বামীর প্রাক্তন স্ত্রী অনুশ্রীর সঙ্গেও ৷ দু’জনের মধ্যে সম্পর্ক সৌহার্দ্যমূলক ৷
advertisement
7/20
সামাজিক মাধ্যমে ভরত এবং জয়শ্রী দু’জনেই খুব সক্রিয় ও জনপ্রিয়৷ তাঁদের পোস্টে ছড়িয়ে ছিটিয়ে থাকে পারিবারিক অন্তরঙ্গ মুহূর্ত৷
সামাজিক মাধ্যমে ভরত এবং জয়শ্রী দু’জনেই খুব সক্রিয় ও জনপ্রিয়৷ তাঁদের পোস্টে ছড়িয়ে ছিটিয়ে থাকে পারিবারিক অন্তরঙ্গ মুহূর্ত৷
advertisement
8/20
ভরত কল এবং জয়শ্রী মুখোপাধ্যায়ের দাম্পত্য টলিউডে অনেকের কাছেই ঈর্ষণীয়৷ বয়সে ব্যবধান বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমে এবং পরে দাম্পত্যে ৷
ভরত কল এবং জয়শ্রী মুখোপাধ্যায়ের দাম্পত্য টলিউডে অনেকের কাছেই ঈর্ষণীয়৷ বয়সে ব্যবধান বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমে এবং পরে দাম্পত্যে ৷
advertisement
9/20
২০১৫ সালের ৯ জুলাই বাগদান বা আশীর্বাদ হয়েছিল ভরত-জয়শ্রীর ৷ এর দু’মাস পর আইনি বিয়ে, তারও এক মাস পর আনুষ্ঠানিক বিয়ে ৷
২০১৫ সালের ৯ জুলাই বাগদান বা আশীর্বাদ হয়েছিল ভরত-জয়শ্রীর ৷ এর দু’মাস পর আইনি বিয়ে, তারও এক মাস পর আনুষ্ঠানিক বিয়ে ৷
advertisement
10/20
জটিল অসুখ জয় করার পর বাংলা ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করছেন ভরত৷
জটিল অসুখ জয় করার পর বাংলা ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করছেন ভরত৷
advertisement
11/20
শুধু বাংলা ধারাবাহিকই নয়৷ ভরতকে দেখা গিয়েছে জি টিভির মেগা ধারাবাহিক ‘রিশতোঁ কা মানঝা’ ধারাবাহিকে ৷
শুধু বাংলা ধারাবাহিকই নয়৷ ভরতকে দেখা গিয়েছে জি টিভির মেগা ধারাবাহিক ‘রিশতোঁ কা মানঝা’ ধারাবাহিকে ৷
advertisement
12/20
বাংলা ধারাবাহিকের চরিত্রাভিনেতাদের মধ্যে ভরত খুবই জনপ্রিয়৷ দীর্ঘ কয়েক বছর ধরে তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শকরা৷
বাংলা ধারাবাহিকের চরিত্রাভিনেতাদের মধ্যে ভরত খুবই জনপ্রিয়৷ দীর্ঘ কয়েক বছর ধরে তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শকরা৷
advertisement
13/20
‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে ভরত ও জয়শ্রীকে দেখা গেল বর এবং নবকনের বেশেই৷
‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে ভরত ও জয়শ্রীকে দেখা গেল বর এবং নবকনের বেশেই৷
advertisement
14/20
রাজকীয় সেটে তাঁদের অন্তরঙ্গ শরীরী ভাষাই বলে দিচ্ছিল এখনও একে অন্যের প্রেমে তাঁরা মগ্ন ও মুগ্ধ৷
রাজকীয় সেটে তাঁদের অন্তরঙ্গ শরীরী ভাষাই বলে দিচ্ছিল এখনও একে অন্যের প্রেমে তাঁরা মগ্ন ও মুগ্ধ৷
advertisement
15/20
রিয়্যালিটি শো-এর সেটে একে অন্যের আলিঙ্গনে নিজেদের সঁপে দিলেন ভরত ও জয়শ্রী৷
রিয়্যালিটি শো-এর সেটে একে অন্যের আলিঙ্গনে নিজেদের সঁপে দিলেন ভরত ও জয়শ্রী৷
advertisement
advertisement
advertisement