উল্টে হেনস্থার শিকার হতে হচ্ছে মহিলাদের, এমনই অভিযোগ উঠল হুগলির গোঘাট ১ নম্বর ব্লকের সাওরা, বালি, ভাদুর-সহ বেশ কয়েকটি এলাকায়। আর এই নিয়েই বাড়ছে মহিলাদের মধ্যে ক্ষোভ। রীতিমতো তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পেয়ে হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।
advertisement
আরও পড়ুন: বাজারে খেজুরের নামে চিনা জুজুবি বিক্রি হয়! কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার সহজ উপায় জানুন
এই ঘটনায় মহিলারা জানান, নিজেদের ডকুমেন্টস দেওয়া সত্বেও তাঁদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে না। এক প্রকার অন্য লোকের অ্যাকাউন্টে সেই টাকা চলে যাচ্ছে। কিন্তু সেই অভিযোগ বিডিওকে বলা হলেও তিনি কথায় আমল দেননি বলে অভিযোগ।
আরও পড়ুন: মহিলাদের স্তনে আচমকা ব্যথার কারণ কী? খুব জরুরি, অবশ্যই জানুন
পঞ্চায়েত সমতির সভাপতি বিজয় রায় জানিয়েছেন, মহিলাদের অ্যাকাউন্টে ভুল থাকার জন্য অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা। যার ফলে এই সমস্যা দেখা যাচ্ছে বহু মহিলার। তাঁদের অ্যাকাউন্টগুলি সঠিক করে বিডিও অফিসে জমা দিলে আশা করি এই সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এই বিষয়ে আরামবাগের মহকুমা শাসক সুভাসিনী ই বলেন, এই ধরনের ঘটনা ঘটেছে অনেক সময়। অভিযোগ তাদের কাছে আসতেই তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। এই বিষয়টিও খতিয়ে দেখবেন।
suvojit Ghosh