এই লক্ষ্মীপুজোয় দুর্গাপুজোর মতো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পালিত হয়। এই সময়টা বড়হাট এলাকা মেলার চেহারা নেয়। মূলত বড়হাটের ব্যবসায়ীরা মিলে এই পুজো করেন। পুজো কমিটির সদস্য সুজিত সেন বলেন, প্রতিবছর ধুমধাম করে এই পুজো হয়। দুর্গাপুজোর মতোই এই পুজো করা হয়। ভক্ত সমাগমে ভরে ওঠে পুজো মণ্ডপ।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোতেই দুর্গাপুজোর আমেজ! ধীবর সমিতির মন্দিরে ভক্তদের ঢল, ৯৯ বছর ধরে অটুট ঐতিহ্য
advertisement
বড়হাট মার্কেট প্রেসিডেন্ট তথা কাউন্সিলর ফেয়জাল কমাল আশরাফ এই বিষয়ে বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ব্যবসায়ীরা মিলে এই পুজোর আয়োজন করে থাকেন। বহু বছর ধরে এই পুজো চলে আসছে। পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের সমস্ত রকম সহযোগিতা করা হয়। আগামীদিনেও এই পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মণ্ডপে আসা এক দর্শনার্থী শ্রুতি ব্যানার্জি জানান, ‘ফেসটিভ মোড’ অন রয়েছে। দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজোতেও দারুণ মজা করছেন। প্রত্যেক বছরই এই পুজো দেখতে আসেন তিনি। খুবই ভাল লাগছে বলে জানান শ্রুতি। সব মিলিয়ে, জেলার অন্যতম ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজো পুরুলিয়া শহরের বড়হাটের লক্ষ্মীপুজো। আট থেকে আশি সকলেই এই পুজোর আনন্দে মেতে ওঠেন।