TRENDING:

Lakshmi Puja Carnival: সুন্দরবনের লক্ষ্মীপুজো কার্নিভাল, জাঁকজমকে কলকাতার দুর্গাপুজো কার্নিভালকে টেক্কা! বাড়ি বসেই দেখুন চোখধাঁধানো শোভাযাত্রা

Last Updated:

Lakshmi Puja Carnival: ২০১৫ সাল থেকে এই কার্নিভাল চালু হয়েছিল। এদিন ব্যান্ড পার্টি, ঢাকের বাদ্য, আলোকসজ্জা সহযোগে একের পর এক প্রতিমা বিসর্জনের পথে এগিয়ে চলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন, সুমন সাহাঃ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। বিগত কয়েক বছরে দুর্গাপুজোর বিসর্জনের আগে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় কার্নিভাল দেখা গিয়েছে। এবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা কুলতলির মইপিট কোস্টাল থানা অঞ্চলের সোমবারের বাজারে এমনই এক আয়োজন করা হল। এলাকার মানুষ এর নাম দিয়েছেন লক্ষ্মী সম্মেলন, যা কিনা বয়সে, ঐতিহ্যে, উচ্ছ্বাস ও আবেগে কলকাতার দুর্গাপুজো কার্নিভালকে কড়া টক্কর দেবে।
advertisement

২০১৫ সাল থেকে এই কার্নিভাল চালু হয়েছিল। এরপর থেকে এই ঐতিহ্য বজায় রেখে চলেছেন স্থানীয়রা। এদিন প্রায় বারোটিরও বেশি পুজো কমিটি এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয়। ব্যান্ড পার্টি, ঢাকের বাদ্য, আলোকসজ্জা সহযোগে একের পর এক প্রতিমা বিসর্জনের পথে এগিয়ে চলে।

আরও পড়ুনঃ দেওর-বৌদির বিরাট কাণ্ড! হাতেনাতে ধরল পুলিশ, রাতের অন্ধকারে মুর্শিদাবাদে কী হল জানুন

advertisement

পুরো এলাকাজুড়ে ছিল উৎসবের আমেজ। ছোট থেকে বড় সকলেই এই সুসজ্জিত কার্নিভাল দেখতে ভিড় জমান। নিরাপত্তার দায়িত্বে ছিল কড়া পুলিশি নজরদারি, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সতীর ৫১ পীঠের অন্যতম কীরিটেশ্বরী মন্দিরে জমজমাট পুজো, উপচে পড়ে ভক্তদের ভিড়
আরও দেখুন

এদিন সন্ধ্যায় পর আনন্দমুখর পরিবেশে মইপিটের লক্ষ্মীপুজোর কার্নিভাল শেষ হয়। সংগঠকদের দাবি, এই কার্নিভাল এখানকার গর্ব ও ঐতিহ্য, যা প্রতিবছর আরও বড় আকারে অনুষ্ঠিত হচ্ছে এবং স্থানীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। কারণ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, সেই পুজোয় ছোট থেকে বড় সবাই আনন্দে মেতে ওঠেন। আমরা দুর্গাপুজোর থেকেও এই লক্ষ্মীপুজোয় আরেকটু বেশি আনন্দে মেতে উঠি। তবে পুজোর ক’টা দিনের থেকে এই শেষ দিনে আমরা সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করি। ছোট-বড় সবাই মিলিত হয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটা সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lakshmi Puja Carnival: সুন্দরবনের লক্ষ্মীপুজো কার্নিভাল, জাঁকজমকে কলকাতার দুর্গাপুজো কার্নিভালকে টেক্কা! বাড়ি বসেই দেখুন চোখধাঁধানো শোভাযাত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল