TRENDING:

Labour Pain during Madhyamik Exam 2025: হাতে অঙ্ক প্রশ্নপত্র, শুরু হল অসম্ভব প্রসব যন্ত্রণা, তারপর কী করল সেই মেয়েটি জানলে চমকে যাবেন

Last Updated:

Labour Pain during Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রসব যন্ত্রণা, হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন সুমা খাতুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের কান্দির পর এবার রঘুনাথগঞ্জ। প্রসব যন্ত্রণা নিয়ে অঙ্ক পরীক্ষা দিলেন শনিবার এক পরীক্ষার্থী। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রাণীনগর উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী সুমা খাতুন এর মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল খড়িবোনা উচ্চ বিদ্যালয়ে। শনিবার অঙ্ক পরীক্ষা দিতে উপস্থিত হয়। ছাত্রীর পরীক্ষা শুরুর আধ ঘণ্টা পর তার চরম প্রসব যন্ত্রণা উঠলে তাকে স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে জঙ্গিপুর মহকুমা হসপিটাল নিয়ে আসে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন ছাত্রী। এবং সেখানেই বসে পরীক্ষা দিলেন সুমা খাতুন।
advertisement

প্রসঙ্গত, মাধ্যমিকের প্রথম দিনেই বাংলা পরীক্ষা চলাকালীন হঠাৎই এক পরীক্ষার্থীর প্রসব যন্ত্রণা উঠলে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এবার কান্দির পর রঘুনাথগঞ্জেও দেখা গেল সেই এক চিত্র। সুমা খাতুনের বিয়ে হয় এক বছর আগেই। অঙ্ক পরীক্ষার এক ঘন্টা দেওয়ার পরেই প্রসব যন্ত্রণা ওঠে। বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। তারপরেই পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই পরিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়।

advertisement

প্রসব যন্ত্রণার মধ্যে হাসপাতালের বে়ডে বসে পরীক্ষা

অন্যদিকে, দু’জন মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হলে তারাও পরীক্ষা দিচ্ছেন হাসপাতালে বসেই।  মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ ২ পরীক্ষার্থী। জানা যায়, ধুলিয়ান বানি চাঁদ স্কুলের ছাত্রীর পরিক্ষার সেন্টার পড়ে আলি লস্করপুর হাইস্কুলে পরিক্ষার সেন্টারে ঢোকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি ঐ ছাত্রীকে নিয়ে আসা হয় মহিশাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে, চিকিৎসাধিন অবস্থায় মাধ্যমিক ছাত্রী হাসিনা খাতুন পরিক্ষা দিতে ইচ্ছে প্রকাশ করে পরে হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন হাসিনা খাতুন।

advertisement

অন্যদিকে, সাদিকপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্রী অ্যানি দাস রাত জেগে পড়া করলে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করল প্রশাসন। চরম শারীরিক অসুস্থতা নিয়েই শনিবার সকালে জঙ্গিপুর মহকুমা হসপিটালে ভর্তি হয় অনিদার তার পেটে ব্যথা এবং বমি সমস্যা ছিল বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে। অ্যানি দাস সাদিকপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্রী তার সেন্টার পড়েছিল ফতুল্লাপুর উচ্চ বিদ্যালয়ে।

advertisement

চিকিৎসকেরা জানিয়েছেন, আমাদের হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আজকে হঠাৎই মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়া হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
আর চাকরির ভয় নেই জঙ্গলমহলের ছেলে-মেয়েদের, মক ইন্টারভিউয়ের আয়োজন!
আরও দেখুন

Kaushik Adhikary

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Labour Pain during Madhyamik Exam 2025: হাতে অঙ্ক প্রশ্নপত্র, শুরু হল অসম্ভব প্রসব যন্ত্রণা, তারপর কী করল সেই মেয়েটি জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল