প্রসঙ্গত, মাধ্যমিকের প্রথম দিনেই বাংলা পরীক্ষা চলাকালীন হঠাৎই এক পরীক্ষার্থীর প্রসব যন্ত্রণা উঠলে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এবার কান্দির পর রঘুনাথগঞ্জেও দেখা গেল সেই এক চিত্র। সুমা খাতুনের বিয়ে হয় এক বছর আগেই। অঙ্ক পরীক্ষার এক ঘন্টা দেওয়ার পরেই প্রসব যন্ত্রণা ওঠে। বিষয়টি জানানো হয় স্কুল কর্তৃপক্ষকে। তারপরেই পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই পরিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়।
advertisement
প্রসব যন্ত্রণার মধ্যে হাসপাতালের বে়ডে বসে পরীক্ষা
অন্যদিকে, দু’জন মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হলে তারাও পরীক্ষা দিচ্ছেন হাসপাতালে বসেই। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ ২ পরীক্ষার্থী। জানা যায়, ধুলিয়ান বানি চাঁদ স্কুলের ছাত্রীর পরিক্ষার সেন্টার পড়ে আলি লস্করপুর হাইস্কুলে পরিক্ষার সেন্টারে ঢোকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তড়িঘড়ি ঐ ছাত্রীকে নিয়ে আসা হয় মহিশাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে, চিকিৎসাধিন অবস্থায় মাধ্যমিক ছাত্রী হাসিনা খাতুন পরিক্ষা দিতে ইচ্ছে প্রকাশ করে পরে হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন হাসিনা খাতুন।
অন্যদিকে, সাদিকপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্রী অ্যানি দাস রাত জেগে পড়া করলে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের মধ্যেই মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থা করল প্রশাসন। চরম শারীরিক অসুস্থতা নিয়েই শনিবার সকালে জঙ্গিপুর মহকুমা হসপিটালে ভর্তি হয় অনিদার তার পেটে ব্যথা এবং বমি সমস্যা ছিল বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে। অ্যানি দাস সাদিকপুর উচ্চ বিদ্যালয় এর ছাত্রী তার সেন্টার পড়েছিল ফতুল্লাপুর উচ্চ বিদ্যালয়ে।
চিকিৎসকেরা জানিয়েছেন, আমাদের হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। আজকে হঠাৎই মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে বসেই পরীক্ষা দেওয়া হয়।
Kaushik Adhikary