TRENDING:

Kurmi Rail Strike: পাঁচ দিনেও উঠল না কুর্মিদের অবরোধ! আজও বাতিল বহু ট্রেন, অবরুদ্ধ সড়ক পথও

Last Updated:

সাঁতরাগাছি-পুরুলিয়া-সাঁতরাগাছি, পুরুলিয়া-হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, খড়্গপুর-হাতিয়া-খড়্গপুরের মতো ট্রেনগুলি আদ্রা পর্যন্ত গিয়ে ফিরতি পথে রওনা দেবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পঞ্চম দিনে পড়ল কুর্মি সম্প্রদায়ের রেল এবং সড়ক অবরোধ৷ যার জেরে আজও বাতিল করা হল অন্তত তেইশটি ট্রেন৷ ঘুরপথে চালানো হচ্ছে সাতটি ট্রেন৷ পাশাপাশি ৬ নম্বর জাতীয় সড়কও অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারীরা৷ যার জেরে পাঁচ দিন ধরে রাস্তাতেই আটকে রয়েছে হাজার হাজার পণ্যবাহী ট্রাক৷ আটকে পড়েছে বহু দূরপাল্লার বাসও৷ সবমিলিয়ে ভোগান্তি চরমে পৌঁছেছে৷
এ ভাবেই রেল লাইন আটকে রেখেছেন আন্দোলনকারীরা৷
এ ভাবেই রেল লাইন আটকে রেখেছেন আন্দোলনকারীরা৷
advertisement

তফশিলি উপজাতি হিসেবে কুর্মিদের অন্তর্ভুক্তি সহ বেশ কয়েক দফা দাবিতে পাঁচ দিন ধরে পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ চালাচ্ছেন কুর্মিরা৷ যার ফলে দক্ষিণ পূর্ব শাখার খড়্গপুর- টাটা ডিভিশনে রেল চলাচল কার্যত বিচ্ছিন্ন৷ ওই রুট দিয়ে যাতায়াতকারী ট্রেনগুলিকে হয় বাতিল করতে হচ্ছে, নাহলে ঘুরপথে চালাতে হচ্ছে৷ ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার রেল যাত্রী৷ জরুরি প্রয়োজনে ভিন রাজ্যে যেতে হলেও উপায় নেই যাত্রীদের৷ অনেকে স্টেশনেই আটকে রয়েছেন৷

advertisement

আরও পড়ুন: শনিবারই বাইপাসে প্রথম বার ছুটবে মেট্রো, দু' মাসেই শুরু হতে পারে যাত্রী পরিষেবা

রেলের তরফে জানানো হয়েছে, অবরোধের জেরে আজও রাঁচি- খড়্গপুর এক্সপ্রে, ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস, টাটানগর-হাওড়া- টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, হাতিয়া- খড়্গপুর এক্সপ্রেসের মতো একাধিক ট্রেন বাতিল করতে হয়েছে৷ ঘুরপথে চলছে পোরবন্দর- শালিমার এক্সপ্রেস, জগদলপুর- হাওড়া এক্সপ্রেস, রাঁচি-হাওড়া-রাঁচি এক্সপ্রেস, আহমেদাবাদ- হাওড়া এক্সপ্রেসের মতো সাতটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে৷

advertisement

সাঁতরাগাছি-পুরুলিয়া-সাঁতরাগাছি, পুরুলিয়া-হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, খড়্গপুর-হাতিয়া-খড়্গপুরের মতো ট্রেনগুলি আদ্রা পর্যন্ত গিয়ে ফিরতি পথে রওনা দেবে৷

বিকল্প হিসেবে সাধারণ মানুষ যে সড়ক পথ ব্যবহার করবেন, তারও উপায় নেই৷ কারণ পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে জাতীয় সড়কেও অবরোধ চলছে৷ ফলে সড়ক পথে পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ড, বিহার,মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির সঙ্গে সড়ক পথেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পণ্য পরিবহণ স্তব্ধ হয়ে গিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আন্দোলনকারীদের দাবি, সরকারি তরফে তাঁদের যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে খুশি নন তাঁরা৷ ফলে এখনই অবরোধ তোলা সম্ভব নয়৷ অবরোধ কবে উঠবে তারও কোনও নিশ্চয়তা নেই৷ ফলে সাধারণ মানুষের যে হয়রানি পাঁচ দিন ধরে চলছে, তা কবে শেষ হবে, বলার মতো জায়গায় নেই কেউই৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kurmi Rail Strike: পাঁচ দিনেও উঠল না কুর্মিদের অবরোধ! আজও বাতিল বহু ট্রেন, অবরুদ্ধ সড়ক পথও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল