জানা যায় বহু যুগ আগে, অন্নদা ঠাকুর প্রথম এই কুমারী পুজোর সূচনা করেন৷ বর্তমানে আদ্যাপীঠ মন্দিরের দায়িত্বে থাকা ব্রহ্মচারী মুড়ালভাই জানান, অন্নদা ঠাকুর সেই সময় ২৮ জন কুমারীকে দেবী রূপে পুজো করতে যান৷ কিন্তু, তিনি দেখেন কুমারীর সংখ্যা ২৮ হলেও, পুজো গ্রহণ করছেন মোট ২৯ জন৷ কিছুতেই সেদিন হিসেব মেলাতে পারেননি অন্নদা ঠাকুর। পরে রাতে মা স্বপ্নে দেখা দেন তাকে। জানান স্বয়ং আদ্যামা নিজে রাম নবমীতে কুমারী বেশে এসে পুজো গ্রহণ করেছিলেন অন্নদা ঠাকুরের৷ সেই দিন থেকেই রাম নবমীতে মহা ধুমধাম এর সঙ্গে কুমারী পুজো হয়ে আসছে আদ্যাপীঠে। এখন সেই সংখ্যা পৌঁছেছে প্রায় ২০০০।
advertisement
আরও পড়ুন: টক ডাল মাস্ট! গরম থেকে বাঁচতে দুপুরে কী কী খাবেন? জানুন ডায়েট চার্ট
এক সঙ্গে ২০০০ জন কুমারীকে এদিন মাতৃ জ্ঞানে পূজা করা হয় মন্দিরে। কুমারী মেয়েদের পা ধুইয়ে ফুল, মালা নিষ্ঠা সহকারে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পুজো করেন বাবা-মা সহ অন্যান্য ভক্তরাও। কুমারী পুজো ঘিরে আদ্যাপীঠ মন্দির এর পূজারীরাও বিশেষ রীতি মেনে পুজো করেন। এদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা এসেছিলেন বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকতে। ভক্তদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থাও ছিল এদিন। নিজের কন্যাকে মাতৃরূপে পুজো করতে পেরে খুশি বাবা-মা রাও। এই তীব্র গরম উপেক্ষা করে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
Rudra Narayan Roy