TRENDING:

Kumari Puja: আদ্যাপীঠের কুমারী পুজো! দুই হাজার কন্যাকে ফুল মালা দিয়ে করা হল পুজো!

Last Updated:

Kumari Puja: ফুল মালা দিয়ে বাড়ির মেয়েদেরই পুজো করলেন বাবা মায়েরা! ১১০ বছর ধরে চলে আসছে এই রীতি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: সাত থেকে বারো বছর বয়সী প্রায় ২০০০ মেয়েদের পুজো করলেন বাবা মায়েরা। পুজো করার সুযোগ ছিল অন্যান্য ভক্তদেরও। আর এই পুজো ঘিরেই উৎসবের মেজাজ আদ্যাপীঠ মন্দিরে। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর এর হাত ধরে “আদ্যামা” প্রাপ্তির ১১০ তম বর্ষ উপলক্ষে এই ২০০০ কুমারী পূজার আয়োজন করা হয়েছে কামারহাটির আদ্যাপীঠ মন্দিরে।
কুমারী পুজো
কুমারী পুজো
advertisement

জানা যায় বহু যুগ আগে, অন্নদা ঠাকুর প্রথম এই কুমারী পুজোর সূচনা করেন৷ বর্তমানে আদ্যাপীঠ মন্দিরের দায়িত্বে থাকা ব্রহ্মচারী মুড়ালভাই জানান, অন্নদা ঠাকুর সেই সময় ২৮ জন কুমারীকে দেবী রূপে পুজো করতে যান৷ কিন্তু, তিনি দেখেন কুমারীর সংখ্যা ২৮ হলেও, পুজো গ্রহণ করছেন মোট ২৯ জন৷ কিছুতেই সেদিন হিসেব মেলাতে পারেননি অন্নদা ঠাকুর। পরে রাতে মা স্বপ্নে দেখা দেন তাকে। জানান স্বয়ং আদ্যামা নিজে রাম নবমীতে কুমারী বেশে এসে পুজো গ্রহণ করেছিলেন অন্নদা ঠাকুরের৷ সেই দিন থেকেই রাম নবমীতে মহা ধুমধাম এর সঙ্গে কুমারী পুজো হয়ে আসছে আদ্যাপীঠে। এখন সেই সংখ্যা পৌঁছেছে প্রায় ২০০০।

advertisement

আরও পড়ুন: টক ডাল মাস্ট! গরম থেকে বাঁচতে দুপুরে কী কী খাবেন? জানুন ডায়েট চার্ট

এক সঙ্গে ২০০০ জন কুমারীকে এদিন মাতৃ জ্ঞানে পূজা করা হয় মন্দিরে। কুমারী মেয়েদের পা ধুইয়ে ফুল, মালা নিষ্ঠা সহকারে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পুজো করেন বাবা-মা সহ অন্যান্য ভক্তরাও। কুমারী পুজো ঘিরে আদ্যাপীঠ মন্দির এর পূজারীরাও বিশেষ রীতি মেনে পুজো করেন। এদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা এসেছিলেন বিশেষ এই মুহূর্তের সাক্ষী থাকতে। ভক্তদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থাও ছিল এদিন। নিজের কন্যাকে মাতৃরূপে পুজো করতে পেরে খুশি বাবা-মা রাও। এই তীব্র গরম উপেক্ষা করে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক ক্লিকেই জানবেন কোন ফসলে হবে মোটা লাভ! ‘এই’ ডিভাইস বদলে দেবে ভবিষ্যৎ
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kumari Puja: আদ্যাপীঠের কুমারী পুজো! দুই হাজার কন্যাকে ফুল মালা দিয়ে করা হল পুজো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল