TRENDING:

East Bardhaman News: ধানের থেকে লাভ বেশি! খরচও অনেক কম, চাষিরা এখন সব ভুলে চাষ করছেন এই একটি ফল

Last Updated:

ধান চাষের থেকে অনেকটাই বেশি লাভজনক এই চাষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: সাধারণত সরস্বতী পুজোর আগে বাজারে ব্যাপকভাবে কুলের চাহিদা থাকে। তবে শুধু পুজো উপলক্ষ্যে নয়, পুজো ছাড়াও বাজারে কুলের কদর থাকে সবসময়। আর এবার বিকল্প চাষ হিসেবে সেই কুল চাষ করেই অর্থ উপার্জন করছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সরডাঙ্গা এলাকার বেশ কিছু চাষি। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দুই ব্লকের অন্তর্গত সরডাঙ্গা গ্রাম। এই গ্রামেরই বেশ কিছু চাষি এখন কুল চাষ করে লাভবান হচ্ছেন। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন পরই সরস্বতী পুজো। আর এবার সরস্বতী পুজোর আগে বাজারে কুলের ভাল চাহিদা রয়েছে।
advertisement

চাষিরাও বাজারে কুল বিক্রি করে বেশ ভাল টাকা দাম পাচ্ছেন। এই প্রসঙ্গে বলরাম মণ্ডল নামের এক চাষি জানিয়েছেন, “কুলের বাজার এবার ভাল রয়েছে। বাউ কুল ২৪/২৫ টাকা কেজি রয়েছে, ভারতসুন্দরি কুলের দাম রয়েছে ৩০ টাকা থেকে শুরু করে ৩৫ টাকা পর্যন্ত কোয়ালিটির উপর নির্ভর করে। এছাড়া ফলনও বেশ ভালই হয়েছে।”

advertisement

আরও পড়ুন: হেলমেট পরলে মিষ্টি, না পরলে…! জানলে চোখ কপালে উঠে যাবে আপনার

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

View More

চাষিরা এখন জমি থেকে কুল বাছাই করে তারপর সেই কুল বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছেন। অধিকাংশ চাষির বেশ ভাল ফলন হয়েছে। চাষিদের কথায়, গতবছর সরস্বতী পুজোর আগে তারা কুলের ভাল দাম পাননি। খুবই কম দামে তাদের কুল বিক্রি করতে হয়েছিল। তবে এবার বাজারে যেমন কুলের চাহিদা রয়েছে, সেরকমই দামও রয়েছে অনেকটাই বেশি। স্বভাবতই আশা করা যাচ্ছে সরস্বতী পুজোয় বাজারে কুলের দাম থাকবে অনেকটাই বেশি। পূর্বস্থলী দুই ব্লকের সরডাঙ্গা এলাকার অনেক চাষি এই কুল চাষ করে থাকেন। বিভিন্ন প্রজাতির কুল চাষ করেন চাষিরা। এই এলাকার কুল রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও পাড়ি দেয়। কুল প্রসঙ্গে রামকৃষ্ণ মণ্ডল নামের অন্য এক চাষি জানিয়েছেন, “গতবছর কুলের ভাল দাম পাইনি। কিন্তু এবছর বেশ ভাল দাম পাচ্ছি বাজারে। আমরা অনেকটাই খুশি।”

advertisement

ধান চাষের থেকে অনেকটাই বেশি লাভজনক এই কুল চাষ। প্রথম বছর চাষ করতে খরচ কিছুটা বেশি হলেও, পরবর্তী বছর থেকে এই চাষে সেভাবে কোনও খরচ হয়না। স্বভাবতই এই চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। সরস্বতী পুজোর আগে কুলের ভাল দাম পেয়ে অনেকটাই আনন্দিত চাষিরা।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ধানের থেকে লাভ বেশি! খরচও অনেক কম, চাষিরা এখন সব ভুলে চাষ করছেন এই একটি ফল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল