TRENDING:

এই 'ম্যাজিক রাখি' পরলে বাড়িতে আস্ত বাগান করতে পারবেন! কারা করেছ এসব?

Last Updated:

চোখ খুললেই সবুজের ছোঁয়া। হাতের রাখিতে লুকিয়ে থাকবে লাউ, কুমড়া, শসা, লেবু এবং পেয়ারার বীজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণগঞ্জ, নদিয়া, মৈনাক দেবনাথ: বর্ষায় বনসৃজনের অভিনব ভাবনা! বীজের রাখি নজর কেড়েছে বাংলায় । চোখ খুললেই সবুজের ছোঁয়া। হাতের রাখিতে লুকিয়ে থাকবে লাউ, কুমড়া, শসা, লেবু এবং পেয়ারার বীজ। রাখি পড়লেই মনে পড়ে যাবে গাছের কথা এবং পরিবেশের কথা। এই রাখি মনে করিয়ে দেবে শিশু পাচার, নারী পাচার, বাল্যবিবাহের মত সামাজিক ব্যাধিগুলিকেও।
advertisement

নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙে প্রতিবছর। এ বছরও তার অন্যথা হল না। নদিয়ার কৃষ্ণগঞ্জের চন্দননগর সমবায় সমিতির স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা প্রতিবছরের ন্যায় এবারও নতুন রাখি বাজারে আনলেন। লাউ, কুমড়োর বীজ, শসার বীজ ও পেস্তা বাদামের খোলা দিয়ে অভিনব রাখি তৈরি করছেন তাঁরা। সাধারণ মানুষের নাগালের মধ্যে দাম রাখার চেষ্টা করা হয়েছে। পাঁচ টাকা, দশ টাকায় মিলছে এই অভিনব রাখি।

advertisement

আরও পড়ুন : বাংলার রাখি বন্ধনেও এবার জগন্নাথদেব! তৈরি তৃণমূল কর্মীদের হাতে

বিগত বছরের রাখির সংগ্রহও থাকছে। যেমন পাটের তৈরি, কাঠের গুঁড়ো, কচুরিপানা, ধানের তৈরি, কাপড়ের তৈরি, তালপাতার রাখি। এই সমস্ত রাখি সাধারণ মানুষের হাতে যাতে পৌঁছায়, সেই জন্য মূল্য রাখা হয়েছে ১০ থেকে ২০ টাকা। ফলে বাজারে এই রাখির চাহিদা ক্রমেই বাড়ছে। নজরকাড়া এই রাখি ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে । আর এই রাখি বানিয়ে স্থানীয় মেয়েরা স্বনির্ভর হচ্ছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

চন্দননগর সমবায় সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাস জানান, তাঁদের স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েরা প্রতিবছর রাখিতে অভিনবত্ব আনেন। যার ফলে বাজারে এই রাখির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মেয়েদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ফলেই তারা জেলার মধ্যে স্বয়ম্ভর গোষ্ঠী হিসেবে কৃষ্ণগঞ্জ ব্লকের মধ্যেই নয়, নদিয়া জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। সমিতির ম্যানেজার দেবব্রত বিশ্বাস মহিলাদের ভুয়সী প্রশংসা করলেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এই 'ম্যাজিক রাখি' পরলে বাড়িতে আস্ত বাগান করতে পারবেন! কারা করেছ এসব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল