জানা যাচ্ছে, এদিন কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের সুপারের অফিসে ঢুকে তাঁকে প্রহারের অভিযোগ উঠেছে। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এহেন অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুনঃ কাপড়ের দুর্গা প্রতিমা! বালুরঘাটের গৃহিণীর তাক লাগানো হাতের কাজ, নিজের চোখেই দেখুন অপরূপ শিল্পকর্ম
হাসপাতালের সুপার জয়ন্ত সরকারের দাবি, এদিন দুপুর দেড়টা নাগাদ নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে ফোন করেন। এর কিছুক্ষণ পর জ্যোতিষবাবু এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে তাঁর অফিসে প্রবেশ করেন।
advertisement
অভিযোগ, সুপারের অফিসে ঢুকেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে তাঁর মারধর শুরু করেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করেন। এই নিয়ে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন শক্তিনগর জেলা হাসপাতালের সুপার।
প্রসঙ্গত, হাসপাতালের সুপারের ঘরে ঢুকে তাঁকে মারধর করার ঘটনা কার্যত বেনজির। স্বভাবতই কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের এই ঘটনা চর্চার কেন্দ্রে চলে এসেছে। ইতিমধ্যেই এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন সুপার। আগামীদিনে এই ঘটনা কোনদিকে মোড় নেয় সেটাই এখন দেখার।