TRENDING:

Krishnanagar Murder Case: রাস্তায় মেয়ের ছবি তুলছিলেন বাবা, অজান্তেই মোবাইল ক্যামেরায় বন্দি খুনি দেশরাজ! কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়

Last Updated:

দেশরাজ যে রীতিমতো পরিকল্পনা করেই ঈশিতাকে খুন করতে এসেছিল, সে বিষয়ে নিশ্চিত পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, কৃষ্ণনগর: সোমবার দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে কলেজ ছাত্রী ঈশিতা মল্লিকের হত্যার পর প্রায় দেড় দিন পার৷ মঙ্গলবার রাত পর্যন্ত অভিযুক্ত দেশরাজ সিংয়ের কোনও খোঁজ পায়নি পুলিশ৷
ছাত্রীকে খুনের পর দেশরাজের পালানোর এই ছবিই হাতে পেয়েছে পুলিশ৷
ছাত্রীকে খুনের পর দেশরাজের পালানোর এই ছবিই হাতে পেয়েছে পুলিশ৷
advertisement

তবে দেশরাজের খোঁজ না পেলেও তার পালানোর মুহূর্তের একটি ছবি হাতে পেয়েছে পুলিশ৷ তবে কোনও সিসিটিভি ফুটেজ নয়, দেবরাজের এই ছবি ধরাও পড়েছে অভিনব পদ্ধতিতে৷ দেবরাজ যখন ঈশিতাকে খুন করে পালাচ্ছে, তখন তাঁদের বাড়ির কাছেই নিজের শিশুকন্যাকে মোটরসাইকেলে নিয়ে ফিরছিলেন ওই ব্যক্তি৷ মেয়েকে আইসক্রিম কিনে দিয়ে মোটরসাইকেলের উপরে বসিয়ে ছবি তুলছিলেন তিনি৷ সেই ছবিতেই ওই ব্যক্তির অজান্তেই ধরা পড়ে যায় খুনি দেশরাজের পালানোর মুহূর্ত৷

advertisement

সেই ছবিই এসেছে পুলিশের হাতে৷ সেখানে দেখা যাচ্ছে, ঈশিতাদের বাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণনগর শহরের রাস্তা ধরেই দ্রুত হেঁটে যাচ্ছে অভিযুক্ত দেশরাজ৷ তার পরনে ছিল কালো জিন্স এবং কালো টি শার্ট৷ পিঠে একটি ব্যাগও ছিল দেশরাজের৷

প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, ঈশিতাকে খুন করে সম্ভবত উত্তর প্রদেশেই পালিয়েছে দেশরাজ৷ কারণ সেখানেই তাঁর দেশের বাড়ি৷ এক সপ্তাহ আগে দেশরাজের মা এবং দিদিও গোরক্ষপুরের বাড়িতে গিয়েছিলেন৷ ইতিমধ্যেই নদিয়া জেলা পুলিশের একটি দল উত্তর প্রদেশ রওনাও দিয়েছে৷

advertisement

দেশরাজ যে রীতিমতো পরিকল্পনা করেই ঈশিতাকে খুন করতে এসেছিল, সে বিষয়ে নিশ্চিত পুলিশ৷ কারণ কৃষ্ণনগরে পৌঁছনোর আগেই সোমবার নিজের মোবাইল ফোন সুইচ অফ করে দিয়েছিল সে৷ দেশরাজের শেষ টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে নদিয়া এবং উত্তর চব্বিশ পরগণার সীমান্ত লাগোয়া মোহনপুর এলাকায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু তাই নয়, যেভাবে দেশরাজ প্রবল আক্রোশে ঈশিতার মাথায় পর পর তিনটি গুলি করে মৃত্যু নিশ্চিত করেছে, তাও তার অপরাধ প্রবণতা নিয়ে ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের৷ আপাতত যে কোনও ভাবে কৃষ্ণনগর কাণ্ডের খুনি প্রেমিক দেশরাজকে গ্রেফতার করতে মরিয়া পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Murder Case: রাস্তায় মেয়ের ছবি তুলছিলেন বাবা, অজান্তেই মোবাইল ক্যামেরায় বন্দি খুনি দেশরাজ! কৃষ্ণনগর কাণ্ডে বড় মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল