আরও পড়ুনঃ ‘প্রেমিকা’র মাথায় পরপর তিনটে গুলি, কৃষ্ণনগরের ঈশিতা খুনে অবশেষে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ
উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার নৌতানবা বেরিয়াপাসার ভারত নেপাল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে কিছুটা দূরে গ্রেফতার। উত্তরপ্রদেশ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে অবশেষে গ্রেফতার দেশরাজ সিং। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সিম ছাড়া একটি মোবাইল ফোন।
advertisement
শনিবার গ্রেফতার হওয়া দেশরাজ সিংহের মামা কুলদীপ সিং-এর সূত্র ধরেই দেশরাজের নাগাল পায় পুলিশ। দেশরাজের আত্মগোপন ও বারবার ঠিকানা বদলে বাবার ভূমিকা এই মুহূর্তে পুলিশের রাডারে।দেশ রাজের বিএসএফ কর্মী বাবাকে তার ব্যাটেলিয়ানে গৃহবন্দী করে রাখা হয়েছে। তাকেও টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দেশরাজের গতিবিধি ও অপরাধ সংগঠনের সঙ্গে কারা কারা যুক্ত এ ব্যাপারে বাবার কাছ থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আজ ধৃত দেশরাজ ও তার মামা কুলদীপ সিং কে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হচ্ছে। ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতে নিয়ে ছাত্রী খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চালাবে পুলিশ।
তদন্ত চলাকালীন খুনে ব্যবহৃত অস্ত্র ও দেশ রাজের সহযোগীদের সন্ধান পেতে চাইছে পুলিশ। দেশরাজকে সঙ্গে নিয়ে গোটা ঘটনার নির্মাণ করার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। ধৃত মামা কুলদীপ সিং ঘটনার পর থেকে দেশরাজকে আত্মগোপন ও ভুয়ো নথি তৈরি করে বারবার ঠিকানা বদল করতে সাহায্য করেছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে ভুয়ো নথি তৈরি করেছিল কুলদীপ সিং এর মেয়ে। তারও সন্ধান চালাচ্ছে পুলিশ। অন্যদিকে দেশরাজের মা ও নীতিন প্রতাপের ব্যাপারেও খোঁজখবর চালাচ্ছে পুলিশ।