TRENDING:

Krishnanagar Crime: দেশরাজের প্যাঁচ পয়জার শেষ, ধরা পড়তেই আদালতে পেশ দেশরাজকে! খুনে ব্যবহৃত অস্ত্র খোঁজার সন্ধান চলছে

Last Updated:

Krishnanagar Crime: আদালতে পেশ করা হল দেশরাজকে। কৃষ্ণনগরে ছাত্রী খুনে অবশেষে গ্রেফতার দেশরাজ! সোমবারই ট্রানজিট রিমান্ডে তাকে আনা হয়েছে কৃষ্ণনগরে। গত সোমবার বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর, সমীর রুদ্র: আদালতে পেশ করা হল দেশরাজকে। কৃষ্ণনগরে ছাত্রী খুনে অবশেষে গ্রেফতার দেশরাজ! সোমবারই ট্রানজিট রিমান্ডে তাকে আনা হয়েছে কৃষ্ণনগরে। গত সোমবার বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে উত্তরপ্রদেশে গা ঢাকা দেয় দেশরাজ। পুলিশের ৩টি দল রওনা দেয় উত্তরপ্রদেশে। শনিবার দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেফতার করা হয়। দেশরাজের বাবাকেও গ্রেফতারির তোড়জোড় চলছে! গ্রেফতারি পরোয়ানা নিয়ে রাজস্থানে রাজ্য পুলিশ।
দেশরাজের প্যাঁচ পয়জার শেষ, ধরা পড়তেই আদালতে পেশ
দেশরাজের প্যাঁচ পয়জার শেষ, ধরা পড়তেই আদালতে পেশ
advertisement

আরও পড়ুনঃ ‘প্রেমিকা’র মাথায় পরপর তিনটে গুলি, কৃষ্ণনগরের ঈশিতা খুনে অবশেষে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার নৌতানবা বেরিয়াপাসার ভারত নেপাল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে কিছুটা দূরে গ্রেফতার। উত্তরপ্রদেশ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে অবশেষে গ্রেফতার দেশরাজ সিং। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সিম ছাড়া একটি মোবাইল ফোন।

advertisement

শনিবার গ্রেফতার হওয়া দেশরাজ সিংহের মামা কুলদীপ সিং-এর সূত্র ধরেই দেশরাজের নাগাল পায় পুলিশ। দেশরাজের আত্মগোপন ও বারবার ঠিকানা বদলে বাবার ভূমিকা এই মুহূর্তে পুলিশের রাডারে।দেশ রাজের বিএসএফ কর্মী বাবাকে তার ব্যাটেলিয়ানে গৃহবন্দী করে রাখা হয়েছে। তাকেও টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

advertisement

দেশরাজের গতিবিধি ও অপরাধ সংগঠনের সঙ্গে কারা কারা যুক্ত এ ব্যাপারে বাবার কাছ থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। আজ ধৃত দেশরাজ ও তার মামা কুলদীপ সিং কে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হচ্ছে। ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতে নিয়ে ছাত্রী খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চালাবে পুলিশ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তদন্ত চলাকালীন খুনে ব্যবহৃত অস্ত্র ও দেশ রাজের সহযোগীদের সন্ধান পেতে চাইছে পুলিশ। দেশরাজকে সঙ্গে নিয়ে গোটা ঘটনার নির্মাণ করার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের। ধৃত মামা কুলদীপ সিং ঘটনার পর থেকে দেশরাজকে আত্মগোপন ও ভুয়ো নথি তৈরি করে বারবার ঠিকানা বদল করতে সাহায্য করেছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে ভুয়ো নথি তৈরি করেছিল কুলদীপ সিং এর মেয়ে। তারও সন্ধান চালাচ্ছে পুলিশ। অন্যদিকে দেশরাজের মা ও নীতিন প্রতাপের ব্যাপারেও খোঁজখবর চালাচ্ছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Crime: দেশরাজের প্যাঁচ পয়জার শেষ, ধরা পড়তেই আদালতে পেশ দেশরাজকে! খুনে ব্যবহৃত অস্ত্র খোঁজার সন্ধান চলছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল