Krishnanagar Crime: 'প্রেমিকা'র মাথায় পরপর তিনটে গুলি, কৃষ্ণনগরের ঈশিতা খুনে অবশেষে গ্রেফতার 'প্রেমিক' দেশরাজ

Last Updated:
কৃষ্ণনগরে ছাত্রী খুনে অবশেষে গ্রেফতার দেশরাজ! সোমবারই ট্রানজিট রিমান্ডে তাকে আনা হচ্ছে কৃষ্ণনগরে
1/6
কৃষ্ণনগরে ছাত্রী খুনে অবশেষে গ্রেফতার দেশরাজ! সোমবারই ট্রানজিট রিমান্ডে তাকে আনা হচ্ছে কৃষ্ণনগরে। গত সোমবার বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে উত্তরপ্রদেশে গা ঢাকা দেয় দেশরাজ। পুলিশের ৩টি দল রওনা দেয় উত্তরপ্রদেশে। শনিবার দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেফতার করা হয়। দেশরাজের বাবাকেও গ্রেফতারির তোড়জোড় চলছে! গ্রেফতারি পরোয়ানা নিয়ে রাজস্থানে রাজ্য পুলিশ। লেখা-সমীর রুদ্র
কৃষ্ণনগরে ছাত্রী খুনে অবশেষে গ্রেফতার দেশরাজ! সোমবারই ট্রানজিট রিমান্ডে তাকে আনা হচ্ছে কৃষ্ণনগরে।
গত সোমবার বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি
করে উত্তরপ্রদেশে গা ঢাকা দেয় দেশরাজ।
পুলিশের ৩টি দল রওনা দেয় উত্তরপ্রদেশে।
শনিবার দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেফতার করা হয়।
দেশরাজের বাবাকেও গ্রেফতারির তোড়জোড়
চলছে! গ্রেফতারি পরোয়ানা নিয়ে রাজস্থানে রাজ্য পুলিশ। লেখা-সমীর রুদ্র
advertisement
2/6
অবশেষে গ্রেফতার দেশরাজ! রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে সোমবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হবে। গত সোমবার কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি করে চম্পট দেয় সে। ঘটনার পর থেকেই উত্তরপ্রদেশের দেওরিয়ায় পৈতৃক বাড়িতে পালিয়ে গিয়েছিল দেশরাজ। তাকে গ্রেফতার করতে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশের তিনটি দল উত্তরপ্রদেশে রওনা দেয়। লেখা-সমীর রুদ্র
অবশেষে গ্রেফতার দেশরাজ! রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে সোমবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হবে। গত সোমবার কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি করে চম্পট দেয় সে। ঘটনার পর থেকেই উত্তরপ্রদেশের দেওরিয়ায় পৈতৃক বাড়িতে পালিয়ে গিয়েছিল দেশরাজ। তাকে গ্রেফতার করতে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার পুলিশের তিনটি দল উত্তরপ্রদেশে রওনা দেয়। লেখা-সমীর রুদ্র
advertisement
3/6
গত শনিবার তার মামা কুলদীপ সিং কে গুজরাতের জামনগর থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়েছে। দেশরাজের বাবার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা নিয়ে রাজস্থানের জয়সলমেরের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। জানা যায়, ‘প্রেমিকা’কে খুনের পর প্রথমে মামার সঙ্গেই যোগাযোগ করেছিল উত্তরপ্রদেশের যুবক দেশরাজ। মামা তাকে সাহায্যও করে বলে খবর। লেখা-সমীর রুদ্র
গত শনিবার তার মামা কুলদীপ সিং কে গুজরাতের জামনগর থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়েছে। দেশরাজের বাবার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা নিয়ে রাজস্থানের জয়সলমেরের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। জানা যায়, ‘প্রেমিকা’কে খুনের পর প্রথমে মামার সঙ্গেই যোগাযোগ করেছিল উত্তরপ্রদেশের যুবক দেশরাজ। মামা তাকে সাহায্যও করে বলে খবর। লেখা-সমীর রুদ্র
advertisement
4/6
সোমবার বিকেলে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার নওতানওয়া থানা এলাকার নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় 'প্রেমিকা' খুনে অভিযুক্ত দেশরাজকে। সোমবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়েছে। এদিনই তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, অযোধ্যায় গা ঢাকা দিয়েছিল সে। হোটেল ভাড়ার জন্য কার্তিক নামে জাল আধার কার্ড বানিয়ে দিয়েছিল মামা কুলদীপ সিং। হোটেলের ফোন থেকে বাবাকে ফোন করে দেশরাজ। হোটেল মালিককে টাকা পাঠাত বাবা। সেই টাকা নিয়ে নতুন মোবাইল কিনেছিল। পুলিশ সেখানে যায়। বাবাকে হাউস এরেস্ট করেছে বিএসএফ। তাকেও গ্রেফতার করে আনা হবে।
সোমবার বিকেলে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার নওতানওয়া থানা এলাকার নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় 'প্রেমিকা' খুনে অভিযুক্ত দেশরাজকে। সোমবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়েছে। এদিনই তাকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, অযোধ্যায় গা ঢাকা দিয়েছিল সে। হোটেল ভাড়ার জন্য কার্তিক নামে জাল আধার কার্ড বানিয়ে দিয়েছিল মামা কুলদীপ সিং। হোটেলের ফোন থেকে বাবাকে ফোন করে দেশরাজ। হোটেল মালিককে টাকা পাঠাত বাবা। সেই টাকা নিয়ে নতুন মোবাইল কিনেছিল। পুলিশ সেখানে যায়। বাবাকে হাউস এরেস্ট করেছে বিএসএফ। তাকেও গ্রেফতার করে আনা হবে।
advertisement
5/6
গত ২৫ অগাস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে মাথায় তিনটি গুলি করে 'প্রেমিকা' ঈশিতাকে খুন করে দেশরাজ। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় ভাড়াবাড়িতে মা-বোনের সঙ্গে থাকত দেশরাজ। বাবা বিএসএফ জওয়ান। অভিযোগ, প্রেমে ব্যর্থ হয়ে সে খুন করে কৃষ্ণনগরের কলেজছাত্রী ঈশিতাকে। জানা যাচ্ছে, দেশরাজের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি তরুণী। কিন্তু দেশরাজ মানতে নারাজ ছিল! লেখা-সমীর রুদ্র
গত ২৫ অগাস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে মাথায় তিনটি গুলি করে 'প্রেমিকা' ঈশিতাকে খুন করে দেশরাজ। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় ভাড়াবাড়িতে মা-বোনের সঙ্গে থাকত দেশরাজ। বাবা বিএসএফ জওয়ান। অভিযোগ, প্রেমে ব্যর্থ হয়ে সে খুন করে কৃষ্ণনগরের কলেজছাত্রী ঈশিতাকে। জানা যাচ্ছে, দেশরাজের সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি তরুণী। কিন্তু দেশরাজ মানতে নারাজ ছিল! লেখা-সমীর রুদ্র
advertisement
6/6
লাগাতার তরুণীকে হুমকি দিতে থাকে দেশরাজ। অভিযোগ, এক বার আত্মহত্যার চেষ্টা করছে বলে ভিডিও করে ‘প্রেমিকা’কে পাঠিয়েছিল। কিন্তু তাতেও নিজের সিদ্ধান্ত থেকে নড়েনি ঈশিতা আর তাতেই বেঁকে বসে দেশরাজ! মাথায় 'খুন' চাপে! শেষমেশ চূড়ান্ত পরিণতি! যাঁকে ভালবাসি দাবি করত, তাকেই নির্মমভাবে মাথায় তিনটে গুলি করে খুন করে উত্তরপ্রদেশের বাসিন্দা দেশরাজ। লেখা-সমীর রুদ্র
লাগাতার তরুণীকে হুমকি দিতে থাকে দেশরাজ। অভিযোগ, এক বার আত্মহত্যার চেষ্টা করছে বলে ভিডিও করে ‘প্রেমিকা’কে পাঠিয়েছিল। কিন্তু তাতেও নিজের সিদ্ধান্ত থেকে নড়েনি ঈশিতা আর তাতেই বেঁকে বসে দেশরাজ! মাথায় 'খুন' চাপে! শেষমেশ চূড়ান্ত পরিণতি! যাঁকে ভালবাসি দাবি করত, তাকেই নির্মমভাবে মাথায় তিনটে গুলি করে খুন করে উত্তরপ্রদেশের বাসিন্দা দেশরাজ। লেখা-সমীর রুদ্র
advertisement
advertisement
advertisement