আরও পড়ুন: Live Updates: বাংলায় ফের সবুজ ঝড়, বিরোধীদের ধরাশায়ী করে ৪ পুরনিগম দখলের পথে তৃণমূল
বিধাননগর পুরনিগমে (West Bengal Municipal Corporation Election 2022) কার্যত একচেটিয়া জয় পেয়েছে তৃণমূল। মোট ৪১টি ওয়ার্ডে নির্বাচন হয়েছে। ৩৯টি আসনে জয় পেয়েছে তৃণমূল। তার মধ্যে একটি আসনে জয় পেয়েছে কংগ্রেস, একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। বিজেপি খাতাও খুলতে পারেনি। জয়ের পর কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, তিনি এই জয় উৎসর্গ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করছি। আমরা সারা বছর মানুষের পাশে থাকি, সেই কারণেই সাধারণ মানুষ আমাদের উজাড় করে ভোট দিয়েছেন।
advertisement
আরও পড়ুন: ম্যাজিক দেখালেন গৌতম, পর্যুদস্ত অশোক, শিলিগুড়ির 'খেলা'য় বাজিমাত তৃণমূলের
নতুন বোর্ডের নেতৃত্বে কে থাকবেন? কে হবেন মেয়র! তা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। কৃষ্ণ চক্রবর্তীকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের দল এ ভাবে চলে না। দলের মধ্যে আলোচনা হবে, দল ঠিক করবে, কে নতুন বোর্ডের মেয়র হবেন, তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিধাননগরে কৃষ্ণ ছাড়াও জয় পেয়েছেন সব্যসাচী দত্ত, দেবরাজ চক্রবর্তীরাও। বিধাননগরে কে এ বার মেয়র পদে বসেন, সেটাই দেখার।