জানা যায়, ভিআইপি কেষ্টপুর সংলগ্ন দেশপ্রিয় বালিকা বিদ্যামন্দির স্কুলের পঞ্চম শ্রেণীর নাবালিকা ছাত্রীর উপরে নির্মম যৌন হেনস্থার প্রতিবাদে এদিন সকালে অফিস টাইমে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয় বিজেপির পক্ষ থেকে।
আরও পড়ুন: নিজের সার্ভিস রিভলবার দিয়েই মাথায় গুলি…বেহালায় আত্মঘাতী পুলিশ কর্মী!
এই বিক্ষোভ কর্মসূচিতে রাজারহাট গোপালপুর ৩ নম্বর মন্ডলের সমস্ত নেতা নেত্রীদের উপস্থিতিতে জনগণ রাস্তায় নেমে এমন প্রতিবাদ বিক্ষোভ দেখায়। ফলে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই রাস্তা। প্রথমে তারা ১৮ নম্বর ওয়ার্ড ভিআইপি কেষ্টপুর সংলগ্ন ব্রিজের ওপরে জমায়েত করে, তারপর সেখান থেকে ভি আই পি রোড এসে অবরোধ শুরু করে।
advertisement
অল্প সময়ের মধ্যেই ভিআইপি রোডে তৈরি হয় চরম যানজট। সমস্যায় পড়েন অফিস ও গন্তব্যে যাওয়া যাত্রীরা। রাস্তায় সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। অবস্থা বেগতিক দেখে, পরবর্তীতে বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সরিয়ে ভি আই পি রোড-এর যান চলাচল স্বাভাবিক করে।
Rudra Nrayan Roy