Police Constable Death: নিজের সার্ভিস রিভলবার দিয়েই মাথায় গুলি...বেহালায় আত্মঘাতী পুলিশ কর্মী!

Last Updated:

নিজের পিস্তল দিয়ে তিনি নিজেই মাথায় গুলি করেন। বেহালার পর্ণশ্রীতে ঘটেছে এই ঘটনা।


নিজের সার্ভিস রিভলবার দিয়েই মাথায় গুলি...বেহালায় আত্মঘাতী পুলিশ কর্মী!
নিজের সার্ভিস রিভলবার দিয়েই মাথায় গুলি...বেহালায় আত্মঘাতী পুলিশ কর্মী!
কলকাতা: আত্মঘাতী পুলিশ কনস্টেবল। নিজের পিস্তল দিয়ে তিনি নিজেই মাথায় গুলি করেন। বেহালার পর্ণশ্রীতে ঘটেছে এই ঘটনা।
সূত্রের খবর অনুযায়ী, মৃত পুলিশ কনস্টেবলের নাম পুলক ব‍্যাপারী। জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর স্ত্রী এবং ছয় বছরের একটি সন্তান রয়েছে। পর্ণশ্রীর গোপাল মিশ্র রোডের নৈরিদ আবাসনের দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪ টা নাগাদ ঘটেছে এই ঘটনা। নিজের ফ্ল‍্যাটে রিভলবার দিয়ে নিজেকেই গুলি করেন পুলক। ইতিমধ‍্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর অনুযায়ী, ঘটনাস্থলে ফরেনসিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা গিয়েছেন। জানা গিয়েছে, মৃত পুলিশকর্মী ওই ফ্ল‍্যাটেই নিজের স্ত্রী এবং সন্তানকে নিয়ে থাকতেন। কিছুদিন আগেই সপরিবারে দেশের বাড়ি বাঁকুড়াতে যান। ফেরার পর ডিউটি জয়েনও করেন তিনি। পরে বাড়ি ফিরেই আত্মহত‍্যা করেন পুলক ব‍্যাপারী।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
বাংলা খবর/ খবর/কলকাতা/
Police Constable Death: নিজের সার্ভিস রিভলবার দিয়েই মাথায় গুলি...বেহালায় আত্মঘাতী পুলিশ কর্মী!
Next Article
advertisement
Jiban Krishna Saha: ‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
‘মোবাইল ফেলিনি’, মুখ খুলেই বিস্ফোরক জীবনকৃষ্ণ! জামিনের আবেদনে তীব্র বিরোধিতা ইডির
  • আদালতে হাজির হয়ে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন জীবনকৃষ্ণ

  • জামিনের আবেদন বিধায়ক জীবনকৃষ্ণ সাহার

  • ‘মোবাইল ফেলে দেওয়ার কোনও ঘটনা ঘটেনি’, জীবনকৃষ্ণ

VIEW MORE
advertisement
advertisement