অন্য সরকারি বা বেসরকারি ব্যাঙ্কের তুলনায় কো-অপারেটিভ ব্যাঙ্কে সেভিংস, রেকারিং ও ফিক্সড ডিপোজিট- তিন ক্ষেত্রেই সুদের হার তুলনামূলক ভাবে বেশি। এমআইএস (মাসিক আয়ের স্কিম)-এর সুবিধাও থাকছে। তা ছাড়া, নিজের জমা টাকার উপরে সহজ শর্তে ঋণ নেওয়ার সুযোগ মিলবে গ্রাহকদের। ইতিমধ্যেই কলকাতায় বিটি রোড, ডায়মন্ড হারবার রোড, সিআইটি রোড-সহ চারটি শাখা চালু রয়েছে। ভাঙড় হবে এই ব্যাঙ্কের পঞ্চম শাখা।
advertisement
আরও পড়ুনSebaashray: ডায়মন্ড হারবার লোকসভায় ফের শুরু হতে চলেছে সেবাশ্রয় ক্যাম্প
বর্তমানে কলকাতা পুলিশের দশটি ডিভিশনে ৯১টি থানা ও প্রায় সাড়ে ৩৭ হাজার পুলিশকর্মী মোতায়েন আছেন ৫৩০ বর্গ কিলোমিটার এলাকায়। ২০২৪ সালের ৮ জানুয়ারি ভাঙড় ডিভিশনের আটটি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই প্রশাসনিক পরিষেবা বাড়ানোর উদ্যোগে জোর দিয়েছে লালবাজার।
আগামী দিনে ভাঙড়ে দমকল কেন্দ্র, মহিলা থানা ও সাইবার ক্রাইম থানা চালু করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। পাশাপাশি, ট্র্যাফিক গার্ডের সংখ্যা বাড়ানোর দিকেও নজর দিচ্ছে পুলিশ-প্রশাসন। নতুন ব্যাঙ্কের শাখা চালুর মধ্যে দিয়ে ভাঙড়-সহ আশপাশের এলাকার সরকারি কর্মী ও সাধারণ মানুষের আর্থিক পরিষেবা আরও সহজলভ্য হবে বলে আশা স্থানীয়দের।
সুমন সাহা