TRENDING:

Kolkata Police Cooperative Bank: ভাঙড়ে খুলছে কলকাতা পুলিশ কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন শাখা, লাভবান হবেন এলাকার মানুষও

Last Updated:

পুলিশ সূত্রের খবর, ভাঙড়ে নতুন এই শাখা চালু হলে উপকৃত হবেন কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনে কর্মরত হাজারও পুলিশকর্মী। পাশাপাশি, এলাকার সাধারণ মানুষও এই ব্যাঙ্কে সুবিধা নিতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙড়: কলকাতা পুলিশের কো-অপারেটিভ ব্যাঙ্ক এবার শহর ছাড়িয়ে পা রাখছে ভাঙড়ে। ঘটকপুকুর বাজারের কাছে বাসন্তী রাজ্য সড়কের ধারে ভাঙড় ১ বিডিও অফিসের ভবনেই চালু হতে চলেছে ব্যাঙ্কের নতুন শাখা। নভেম্বরের মাঝামাঝি এই শাখা চালু করার লক্ষ্য নিয়েই প্রস্তুতি তুঙ্গে, জানালেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পুলিশ সূত্রের খবর, ভাঙড়ে নতুন এই শাখা চালু হলে উপকৃত হবেন কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনে কর্মরত হাজারও পুলিশকর্মী। পাশাপাশি, এলাকার সাধারণ মানুষও এই ব্যাঙ্কে সুবিধা নিতে পারবেন।
প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
advertisement

অন্য সরকারি বা বেসরকারি ব্যাঙ্কের তুলনায় কো-অপারেটিভ ব্যাঙ্কে সেভিংস, রেকারিং ও ফিক্সড ডিপোজিট- তিন ক্ষেত্রেই সুদের হার তুলনামূলক ভাবে বেশি। এমআইএস (মাসিক আয়ের স্কিম)-এর সুবিধাও থাকছে। তা ছাড়া, নিজের জমা টাকার উপরে সহজ শর্তে ঋণ নেওয়ার সুযোগ মিলবে গ্রাহকদের। ইতিমধ্যেই কলকাতায় বিটি রোড, ডায়মন্ড হারবার রোড, সিআইটি রোড-সহ চারটি শাখা চালু রয়েছে। ভাঙড় হবে এই ব্যাঙ্কের পঞ্চম শাখা।

advertisement

আরও পড়ুনSebaashray: ডায়মন্ড হারবার লোকসভায় ফের শুরু হতে চলেছে সেবাশ্রয় ক্যাম্প

বর্তমানে কলকাতা পুলিশের দশটি ডিভিশনে ৯১টি থানা ও প্রায় সাড়ে ৩৭ হাজার পুলিশকর্মী মোতায়েন আছেন ৫৩০ বর্গ কিলোমিটার এলাকায়। ২০২৪ সালের ৮ জানুয়ারি ভাঙড় ডিভিশনের আটটি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই প্রশাসনিক পরিষেবা বাড়ানোর উদ্যোগে জোর দিয়েছে লালবাজার।

advertisement

View More

আগামী দিনে ভাঙড়ে দমকল কেন্দ্র, মহিলা থানা ও সাইবার ক্রাইম থানা চালু করার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। পাশাপাশি, ট্র্যাফিক গার্ডের সংখ্যা বাড়ানোর দিকেও নজর দিচ্ছে পুলিশ-প্রশাসন। নতুন ব্যাঙ্কের শাখা চালুর মধ্যে দিয়ে ভাঙড়-সহ আশপাশের এলাকার সরকারি কর্মী ও সাধারণ মানুষের আর্থিক পরিষেবা আরও সহজলভ্য হবে বলে আশা স্থানীয়দের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সুমন সাহা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kolkata Police Cooperative Bank: ভাঙড়ে খুলছে কলকাতা পুলিশ কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন শাখা, লাভবান হবেন এলাকার মানুষও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল