জানা গিয়েছে, দক্ষিণ নারায়ণপুরের তিন নম্বর ওয়ার্ডের একটি পাঁচ তলা বহুতল আবাসন দীর্ঘদিন ধরেই বেশ কিছুটা হেলে পরে বিপদজনক অবস্থায় রয়েছে। কলকাতার বহুতল দুর্ঘটনার পর, এবার সেই হেলে পড়া বহুতল আবাসন ঘিরেই আতঙ্ক তৈরি হয়েছে নারায়ণপুর এলাকায়। ওই আবাসনে নার্সিং কিছু মেয়ে থাকেন। তাদের অন্যত্র সরে যাওয়ার জন্য বলা হয়েছে ইতিমধ্যেই।
advertisement
আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের সরস্বতী পুজোর ছুটি কবে? রবি না সোম? না জানলে বিপদে পড়বেন!
পরবর্তীতে কর্পোরেশনের তরফ থেকে ওই বিপদজনক বাড়ি ভেঙে দেওয়া হবে বলেই জানান স্থানীয় জনপ্রতিনিধি আত্রিকা ভট্টাচার্য। গোটা ঘটনার কথা জানিয়ে কর্পোরেশনে চিঠিও দিয়েছেন তিনি বলে দাবি করেন। স্থানীয়দের দাবি, গোটা বিল্ডিংটি অবৈধভাবে তৈরি করা হয়েছে। তৈরীর ক্ষেত্রেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বিল্ডিংটি হেলে পড়েছে বলেই অনুমান। অপরদিকে, বিধাননগর পৌরনিগমের ২৩ নম্বর ওয়ার্ড বাগুইহাটির জগতপুর নেতাজি পল্লীতে দুটি বিল্ডিং হেলে পড়ার ঘটনা ছড়িয়েছে চাঞ্চল্য।
আরও পড়ুন: দেশজুড়ে ২১ ভুয়ো বিশ্ববিদ্যালয়ের নামপ্রকাশ UGC-র, তালিকায় বাংলার কোন দুই ইউনিভার্সিটি জানেন?
স্থানীয়রা জানাচ্ছেন, দেখা যাচ্ছে একটি বিল্ডিং অপর বিল্ডিং-এর গায়ে রীতিমতো হেলে পড়েছে। ঘটনার কথা জানাজানি হতেই ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল বাড়ি দুটির হেলে পড়ার ঘটনা জানিয়ে বিধাননগর পৌরনিগমে লিখিত অভিযোগ জানান। গত এক দেড় বছর ধরে তৈরি হওয়া এই বহুতল বিল্ডিংটি তৈরির পরই হেলে পড়েছে বলে অভিযোগ। ফলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বহুতল হেলে পড়া আতঙ্কে তাই এলাকাবাসীরা চাইছেন দ্রুত প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নিক। এখন দেখার প্রশাসনের তরফে কত দ্রুত বিল্ডিং ভেঙে এলাকা বাসীদের আতঙ্ক মুক্ত করা হয়।
Rudra Narayan Roy





